ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানচেস্টার সিটি

পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানচেস্টার সিটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১ | ০১:৫৫

সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে ইস্তাম্বুলের ফাইনালে এক পা দিয়েছে ম্যানচেস্টার সিটি। 

বুধবার রাতে ম্যাচের ১৫ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে দলকে লিড এনে দেন পিএসজির ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কুইনোস। 

প্রথমার্ধে দারুণ সব আক্রমণ করে ম্যানসিটিকে কোনঠাসা করে ফেলে পিএসজি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। ৬৪ মিনিটে পিএসজি'র জালে বল জড়িয়ে সমতায় ফেরে ম্যানসিটি।

এরপর ৭১ মিনিটে রিয়াল মাহরেজ বক্সের বাইরে থেকে সোজা পাওয়া ফ্রি কিক থেকে গোল করেন। 

এরপর ৭৭ মিনিটে আরও এক ধাক্কা খায় পিএসিজ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গুয়েনা। বাকি সময় আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

এই হারে ফাইনালে যেতে পিএসজির এখন ৫ মে'র দ্বিতীয় লেগে দিতে হবে কঠিন পরীক্ষা। জিততে হবে একাধিক গোলে। তবেই বেঁচে থাকবে ফাইনালের আশা। 

আরও পড়ুন

×