ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আবিদ-আজহারের সেঞ্চুরি হারারেতে

আবিদ-আজহারের সেঞ্চুরি হারারেতে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২১ | ১০:৫৫

শেষ বিকেলে নতুন বল হাতে নেওয়ার পরই যা ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে। কিন্তু তার আগে স্বাগতিক বোলারদের রীতিমতো অসহায় করে ছেড়েছেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান আবিদ আলী ও আজহার আলী। দু'জনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তবে দিনের শেষ ৮ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে জিম্বাবুয়ে। 

হারারে টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৬৮ রান। আবিদ অপরাজিত ১১৮ রানে।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা পাকিস্তান টস জিতে ব্যটিংয়ে নামার পর প্রথমেই হারায় ইমরান বাটের উইকেট। এনগারাবাকে পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ হন এই ওপেনার। কিন্তু আবিদকে নিয়ে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে তোলেন আজহার। আয়েশী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন উভয়েই। কিন্তু ৮০ ওভার শেষে নতুন বল নেওয়ার পর তাদের অস্বস্তিতে ফেলেন মুজারাবানি ও এনগারাবা। মুজারাবানির শিকার হয়ে একে একে ফেরেন আজহার, বাবর আজম ও ফাওয়াদ আলম। বাবর ২ ও ফাওয়াদ ৫ রানে আউট হন।

আরও পড়ুন

×