দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নরখিয়া

অ্যানরিখ নরখিয়া- ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২১ | ০৮:৫৫
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরার খেতাব জিতে নিলেন ডানহাতি পেসার অ্যানরিখ নরখিয়া। দক্ষিণ আফ্রিকার বর্ষষেরা নবাগত ক্রিকেটার হওয়ার পরের বছরই এই পেসার জিতে নিলেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও।
২৭ বছর বয়সী ডানহাতি এ পেসার কেবল দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারই হননি, টেস্টের বর্ষসেরা, খেলোয়াড়দের বর্ষসেরা এবং দর্শকদের বর্ষসেরাও হয়েছেন। এ ছাড়া ওয়ানডে ফরম্যাটের সেরার পুরস্কার জিতেছেন রাশি ফন সার ডুজেন, টি২০ ফরম্যাটে তাবরেজ শামসি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বর্ষসেরা খেতাব জেতাদের মধ্যে নরখিয়া হচ্ছেন ১২তম ক্রিকেটার। তবে আগের বছর 'বর্ষসেরা নবাগত' হওয়ার পরের বছরে 'ক্রিকেটার অব দ্য ইয়ার' তিনিই প্রথম।
'প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার' পুরস্কারে অবশ্য তার সমান ভোট পেয়েছেন এইডেন মার্করাম।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব নরকিয়ার। কোভিডের প্রকোপে এখনও পর্যন্ত মাত্র ১০ টেস্ট, ৯ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলতে পেরেছেন তিনি। গতি ও আগ্রাসন দিয়ে আলোচনার ঝড় তুলেছেন তাতেই। ১০ টেস্টে তার শিকার ৩৯ উইকেট। ডেলিভারি অব ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে কুশল মেন্ডিসকে আউট করা উইয়ান মালডারের ডেলিভারি। এদিকে নারী ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন শবনিম ইসমাইল।