‘আফগান মেয়েদের ক্রিকেট খেলতে কোনো বাধা নেই'
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৭:২৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৭:২৭
আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর থেকে মেয়েদের ক্রিকেট খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। এরই মধ্যে মেয়েদের খেলাধুলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আর এ ঘটনা নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয়ে গেছে নানান ধরনের প্রতিক্রিয়া।
মেয়েদের ক্রিকেট বন্ধের খবর শোনার পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে অ্যাশেজের আগে তাদের একটি টেস্ট খেলার কথা ছিল হোবার্টে, সেটি তারা খেলবে না।
এদিকে গোটা বিশ্বের ক্ষোভ দেখে অবশ্য আফগানিস্তান ক্রিকেট তাদের সিদ্ধান্তে বদল আনার কথা বলেছে। তবে সেটা একেবারেই তালেবানদের ভাবনার বিরুদ্ধে গিয়ে। আফগান ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হয়েছে, নারী ক্রিকেটারদের খেলার ছাড়পত্র দেওয়া হবে।
এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি বলেন, ‘গভর্নিং বডি খুব শিগগিরই জানিয়ে দেবে, কীভাবে এই বিষয়টি কার্যকর করা হবে। ২৫ জনের নারী ক্রিকেটারদের যে দলটি ছিল, তারা আফগানিস্তানেই রয়ে গেছে। আফগানিস্তান ছেড়ে কেউই যাননি। দেশের অনেক নাগরিকই আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছেন। তবে এই ২৫ জন নারী ক্রিকেটার এখনও দেশের ভেতরই রয়েছেন।’
একটি রেডিও স্টেশনে তিনি দাবি করেছেন, ‘আমরা কীভাবে নারী ক্রিকেটকে ছাড়পত্র দেব, সেটা খুব শিগগির পরিষ্কারভাবে জানিয়ে দেব। খুব তাড়াতাড়ি আমরা ভালো খবর দেব বলে আশা করছি।’
তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যানের এই মন্তব্য তালেবান সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমদুল্লাহ ওয়াসিকের মতবিরোধী। যিনি এর আগে বলেছিলেন, ‘নারীদের খেলাধুলার কোনো প্রয়োজন নেই। তাদের কাজ সন্তান জন্ম দেওয়া।’
চাপে হলেও আফগান ক্রিকেট বোর্ড নারীদের ক্রিকেট খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিতে যাচ্ছে এটাই এখন ক্রিকেট মহলে স্বস্তির খবর। সূত্র: ডন
- বিষয় :
- নারী ক্রিকেট দল
- আফগানিস্তান
- তালেবান