ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ম্যানইউতে স্বরূপে ফিরলেন রোনালদো

ম্যানইউতে স্বরূপে ফিরলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১১:০২

ঘরের ছেলের ঘরে ফেরাটা হলো রঙিন। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টারে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় অভিষেকটা স্মরণীয় করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ম্যানইউ। রোনালদো করেছেন জোড়া গোল। 

প্রথম পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে তিনি গোল করেছিলেন ১১৮টি। ২০০৩-০৯ পর্যন্ত ছয় মৌসুম ম্যানইউতে তিনটি লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি ট্রফি জিতেছিলেন তিনি। এই ক্লাবে থাকার সময়ই প্রথম ব্যালন ডি'অর জিতেছিলেন। 

আজ দ্বিতীয় অধ্যায়ে ম্যানচেস্টারে ইউনাইটেডের হয়ে প্রথম দিন মাঠে নামার দৃশ্য দেখতে মানচেস্টার ইউনাইটেড সমর্থকরা ভিড় করেন স্টেডিয়ামে। গ্যালারিতে তিল ধারণের জয়গা ছিল না। ম্যাচের প্রথম থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ইউনাইটেড। বিরতির ঠিক আগে মেলে গোলের দেখা। 

বিশ্বকাপ বাছাইয়ে হলুদ কার্ডের পেয়ে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় একটু আগেভাগেই ম্যানচেস্টারে চলে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় অধ্যায় শুরুর আগে ক্লাবের সুদিন ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন রোনালদো।

বৃহস্পতিবার ম্যানইউর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। আর ওল্ড ট্র্যাফোর্ডে তিনি ফিরেছেন প্রথমবারের মতো পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে, ‘এই কারণেই আমি এখানে। আমি এখানে ছুটি কাটাতে আসিনি...আগের সময়টা ভালো ছিল। গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিলাম। অনেক বছর আগে আমি এই জার্সি পরতাম। আমি এখানে আবারও জিততে এসেছি। আমার সেই সামর্থ্য আছে, আমার সতীর্থদেরও। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

২০০৩-০৯ পর্যন্ত ছয় মৌসুম ম্যানইউতে তিনটি লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি ট্রফি জিতেছিলেন তিনি। এই ক্লাবে থাকার সময়ই প্রথম ব্যালন ডি'অর জিতেছিলেন। দ্বিতীয় পর্বে আগামী তিন-চার বছর দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলেও মনে করছেন তিনি।

whatsapp follow image

আরও পড়ুন

×