রহস্য-স্পিনার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা
মহেশ থিকশানা - ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৩:৩০
অজান্তা মেন্ডিসের মতো আরেক রহস্য-স্পিনারের আবির্ভাব হয়েছে লঙ্কান ক্রিকেটে। সেই মহেশ থিকশানাকে নিয়ে টি২০ বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা। ২১ বছর বয়সী এই স্পিনারের সঙ্গে লঙ্কান স্কোয়াডে চমক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ভানুকা রাজাপাকসে ও কামিন্ডু মেন্ডিস।
গত ৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেকে নজর কাড়েন থিকশানা। চার উইকেট শিকার করে প্রোটিয়াদের ধসিয়ে দেন এই অফস্পিনার। ওয়ানডে অভিষেকে কোনো শ্রীলঙ্কানের সেটা ছিল সেরা বোলিং। এই অফস্পিনার ক্যারম বল ও গুগলি দিতে সিদ্ধহস্ত। ঘরোয়া টি২০ টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে লঙ্কান বোর্ডের নজরে পড়েন তিনি। টি২০ বিশ্বকাপে তাকে দিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে পারে শ্রীলঙ্কা। আরেক তরুণ বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমাও আছেন স্কোয়াডে। স্পিনার আকিলা ধনঞ্জয়ার সঙ্গে বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দোও ডাক পেয়েছেন। আর অনেকটা অনুমিতভাবে জায়গা পাননি বর্ষীয়ান পেসার নুয়ান প্রদীপ। তবে টি২০ বিশ্বকাপের দল ঘোষণার জন্য আইসিসিরি ডেটলাইন ১০ সেপ্টেম্বর হলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে তাদের স্কোয়াড ঘোষণা করতে পারেনি। এর কারণ হলো, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী এখনও স্কোয়াড অনুমোদন করেননি। দেশটির আইন অনুযায়ী অবশ্যই ক্রীড়ামন্ত্রীর স্বাক্ষরের পর স্কোয়াড আইসিসিতে পাঠাতে হবে। এ ব্যাপারে লঙ্কানদের একটু ছাড় দিচ্ছে আইসিসি।
শ্রীলঙ্কার স্কোয়াড: দাসুন শানাকা (অধি.), ধনঞ্জয়া ডি সিলভা, আভিস্কা ফার্নান্দো, চারিথা আশালঙ্কা, কামিন্ডু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুসমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীন জয়াবিক্রমা।