ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

এভারেস্ট লিগে খেলার ছাড়পত্র পেলেন তামিম

এভারেস্ট লিগে খেলার ছাড়পত্র পেলেন তামিম

এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন দেশসেরা এই ওপেনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:০৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:০৭

আসন্ন এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। প্রায় দুই মাস হাঁটুর ইনজুরিতে ভোগার পর নেপালের এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন দেশসেরা এই ওপেনার।

তামিমকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। 

এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স দলে খেলবেন তামিম। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ২৪ সেপ্টেম্বর তার দেশ ছাড়ার কথা রয়েছে। প্রস্তুতির সবটুকু তাই দেশ থেকেই নিয়ে নিয়েছেন এই মারকুটে ওপেনার।

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের পর্দা নামবে ৯ অক্টোবর। 

আরও পড়ুন

×