ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বিসিবিতে জয়ীদের শুভেচ্ছা জানালেন মাশরাফি

বিসিবিতে জয়ীদের শুভেচ্ছা জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১ | ০৫:১৬ | আপডেট: ০৭ অক্টোবর ২০২১ | ০৫:১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচনে জয়ী সমস্ত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জয়ী সব প্রার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আপনাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।

শুধু তাই নয়, নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরও ক্রিকেটে উন্নয়নে ভূমিকা থাকবে বলে মনে করেন মাশরাফি, যারা হেরে গিয়েছেন আপনারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রিকেটের স্বার্থে কাজ করবেন বলেই আশা করছি, আপনাদের সহযোগিতাও বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন বলেই মনে করি। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি নির্বাচনে আগের পরিচালনা পর্ষদ থেকেই বেশিরভাগ নির্বাচিত হয়েছেন। ১৯ জন পুনরায় ও নতুন মুখ এসেছেন ছয়জন। নতুনদের মধ্যে ক্লাব ক্যাটাগরি থেকে পাঁচজন, আর জেলা ও বিভাগ ক্যাটাগরিতে এসেছেন একজন।

আরও পড়ুন

×