'বিশ্বকাপের সেরা বোলার হবেন সাকিব'

সাকিবকে সমীহ করলেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৫:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ | ০৪:২৯
রাত পোহালেই শুরু বিশ্বকাপের ডামাডোল। মাসকটের আল আমেরাত স্টেডিয়ামে কাল বাংলাদেশের ম্যাচ দিয়েই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এর আগে ওমান এবং পাপুয়া নিউগিনি নামবে দিনের উদ্বোধনী ম্যাচে।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবকে সমীহ করলেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। তার মতে এবারের বিশ্বকাপে বল হাতে সেরা চমক দেখাতে পারেন সাকিবই।
'ক্যাপ্টেন্স কল' নামে বিশ্বকাপের এক আড্ডায় কোয়েটজারের সঙ্গে যোগ দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা ও ওমান অধিনায়ক জিসান মাকসুদ। সেখানে সঞ্চালনার ভূমিকায় ছিলেন সাবেক আইরিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার নিল ও'ব্রায়েন।
ও'ব্রায়েন চার অধিনায়কের কাছেই জানতে চান বিশ্বকাপের সম্ভাব্য সেরা ব্যাটসম্যান ও বোলার নিয়ে। কোয়েটজার তার সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নেন বাবর আজমকে। বোলার হিসেবে বলেন সাকিবের নাম। স্কটিশ অধিনায়কের মতে, সাকিবই হতে পারে এবারের বিশ্বকাপের সেরা বোলার।