ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ব্যর্থতার স্মৃতি নিয়ে কাল দেশে ফিরছেন টাইগাররা

ব্যর্থতার স্মৃতি নিয়ে কাল দেশে ফিরছেন টাইগাররা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৭:৪৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৭:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এক রাশ হতাশা নিয়ে শুক্রবার দেশে ফিরছে জাতীয় ক্রিকেট দল। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে কোনমতে সুপার টুয়েলভে জায়গা করে নেন মাহমুদউল্লাহরা।

যদিও সুপার টুয়েলভে একটিও ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশে। গ্রুপের পাঁচটি ম্যাচেই হারের স্বাদ পায় টাইগাররা। শেষ ম্যাচে অজিদের বিপক্ষেও পাত্তা পায় নি বাংলাদেশ। একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকদের।

দুবাই থেকে শুক্রবার সকালে ফ্লাইটে উঠবেন মাহমুদউল্লাহরা। সকাল সাড়ে ১০টায় এমিরেটসের ফ্লাইটে দেশে ফিরবেন টাইগাররা। দেশে পৌঁছে যে যার পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যাবেন ক্রিকেটাররা। 

দেশে এসেও বেশিদিন বিশ্রামে থাকতে পারছেন না ক্রিকেটাররা। কারণ ১৯ নভেম্বর থেকে ঘরের মাঠে শুরু হবে পাকিস্তান সিরিজ। ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে যোগ দেবেন লিটন-মুশফিকরা। পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

×