ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

অবসর প্রশ্নে যা বললেন মাহমুদউল্লাহ

অবসর প্রশ্নে যা বললেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৮:৩৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৮:৩৪

বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করলেও মূল পর্বে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ। ৫ ম্যাচের সবকটিতেই পরাজয় দেখল বাংলাদেশ দল। এমন মিশন শেষে সংগতভাবেই দায় নিতে হচ্ছে অধিনায়ককে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের পর তোপের মুখেই পড়লেন মাহমুদউল্লাহ। তিনি কি এবার নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন? বিদায় বলবেন টি-টোয়েন্টি ক্রিকেটকে?

চলতি বছর জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে ক্যারিয়ার সেরা ১৫০ রান করার পর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। এবার বিশ্বকাপে ভরাডুবির পরও এমন কোনো ভাবনা রয়েছে কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'না, এ মুহূর্তে আমি ওরকম কোনো চিন্তা করছি না।'

বাজে পারফরম্যান্সের পর অধিনায়কত্ব নিয়ে কি ভাবছেন রিয়াদ। তার জবাবে তিনি বলেন, 'এটা তো আমার হাতে নাই, এটার ডিসিশানটা ক্রিকেট বোর্ডেরই আসবে। আমার তরফ থেকে সব সময়ই চেষ্টা করেছি টিমটাকে আগলে রাখার জন্য, ভাল পারফরম্যান্স আদায় করার জন্য। নিশ্চিতভাবে আমার অধিনায়কত্বে হয়ত ভুল ছিল, আমি ওভাবে পারফরম্যান্স আদায় করে নিতে পারিনি।'

বিশ্বকাপের আগে এতো দারুণ পারফরম্যান্সের পর এবার বিশ্বকাপে এমন হলো কেন? তার উত্তরে তিনি বলেন, 'আমি নিজেও এসব উত্তর খুঁজতেছি। অনেক প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না।'

আরও পড়ুন

×