দ্রাবিড় ক্রিকেটের অন্যতম গ্রেট: গাঙ্গুলী

রাহুল দ্রাবিড়-সৌরভ গাঙ্গুলী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:৩৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:৩৯
আইপিএলের ফাইনাল চলাকালীনই রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহের। তখনই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছিল। এক প্রকার নিশ্চিত হয়ে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কোহলিদের কোচ হতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। শেষ পর্যন্ত জল্পনার অবসান। রাহুল দ্রাবিড়কেই নিয়োগ দিলেন সৌরভ গাঙ্গুলী।
১৭ নভেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু হবে দ্রাবিড়ের। বোর্ড সভাপতি সৌরভ বিবৃতিতে জানান, 'ওর ক্রিকেটজীবন বর্ণময়। দ্রাবিড় ক্রিকেটের অন্যতম গ্রেট। ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবেও ভারতীয় ক্রিকেটে সেবা করেছে ও। সেখানে তরুণ প্রতিভাদের উন্নতিতেও দারুণ ছাপ রেখেছে। আশা করছি, ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে দ্রাবিড়।'
ভারতীয় সংবাদমাধ্যমকে দ্রাবিড় বলেন, 'এটা আমার কাছে বিশাল সম্মানের। কাজ শুরুর অপেক্ষায় রয়েছি। শাস্ত্রীর সময়ে ভারতীয় দল খুব ভালো খেলেছে। আশা করছি, সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারব দলকে।'
দ্রাবিড় ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কোচ ছিলেন। ভারতীয় 'এ' দলের সঙ্গেও ২০১৯ সাল পর্যন্ত যুক্ত ছিলেন তিনি। তারপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নেন। দ্রাবিড় বলেছেন, 'বয়সভিত্তিক ক্রিকেটে যাদের সঙ্গে কাজ করেছি, তাদের অনেকেই এখন জাতীয় দলে। জানি, ওরা উন্নতির চেষ্টা করে। সেই নিষ্ঠা ওদের রয়েছে। আগামী দুই বছর বেশ কিছু খেলা রয়েছে। সেদিকে তাকিয়ে রয়েছি।'
- বিষয় :
- রাহুল দ্রাবিড়
- সৌরভ গাঙ্গুলী
- বিসিসিআই
- ভারত