ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

রেফারিকে 'খুব খারাপ' বলায় নিষিদ্ধ মার্সেলো

রেফারিকে 'খুব খারাপ' বলায় নিষিদ্ধ মার্সেলো

এলচের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের মার্সেলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২ | ০১:৩৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ | ০১:৩৫

রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কমিটি। এলচের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের এই তারকা খেলোয়াড়। ব্রাজিলিয়ান তারকাকে এই শাস্তি দিয়েছে কোপা দেল রে কমিটি।

সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মার্সেলো। কিন্তু রেফারিকে 'খুব খারাপ' বলায় আরো দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ৩৩ বছর বয়সী তারকা।

মার্সেলোর নিষেধাজ্ঞা শুধু কোপা দেল রের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আসরের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচসহ সম্ভাব্য দুই লেগের সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।

রেফারির ম্যাচ প্রতিবেদনে বলা হয়, '১০২ মিনিটে ১২ নম্বর খেলোয়াড় মার্সেলোকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়। কারণ প্রতিপক্ষকে তিনি ফেলে দিয়েছেন এবং তাতে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়। লাল কার্ড দেখার পর সে আমাকে বলেছে 'তুমি খুব খারাপ।''

মার্সেলোকে ২ হাজার ২৫০ ইউরো জরিমানাও করা হয়েছে এবং বাজে ব্যবহারের কারণে আরও ১৩০০ ইউরো দিতে হবে তাকে।

আরও পড়ুন

×