ইনগ্রাম ঝড়ে সিলেটের লড়াকু সংগ্রহ

সিলেটে আজও ঝড় তুলেছেন কলিন ইনগ্রাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:১৬ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:১৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের পথে। সিলেট পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি সিলেট সানরাইজার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ইতোমধ্যেই চলমান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সিলেট সানরাইজার্স। শুরুতে ব্যাট করে কলিন ইনগ্রামের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৬৯ রান। জিততে হলে কুমিল্লার সামনে ১৭০ রানের টার্গেট।
টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলেছেন সিলেটের দুই ওপেনার কলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয়। ১২.২ ওভার পর্যন্ত টিকে ছিল এই জুটি। ব্যক্তিগত ৪৬ রানে বিজয় যখন বিদায় নেন তখন সিলেটের স্কোর ১০৫ রান। এবারের বিপিএলে এটি এখন পর্যন্ত পঞ্চম সেরা ওপেনিং জুটি।
বিজয় ফেরার পর ওয়ানডাউনে নেমে ছোট ক্যামিও খেলে ১৬ রানে ফেরেন লেন্ডল সিমন্স। স্কোরকার্ডে ৯ রান যোগ হতেই ফেরেন রবি বোপারা। দলীয় ১৬৬ রানে থামেন কলিন ইনগ্রাম। ৬৩ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ইনগ্রাম তোলেন ৮৯ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রানে থামে সিলেট।
কুমিল্লার হয়ে তিনটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। একটি করে উইকেট শিকার করেন সুনীল নারিন ও তানভীর ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, আরিফুল হক, সুনিল নারিন, আবু হায়দার রনি, মঈন আলি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সিলেট সানরাইজার্স:
কলিন ইনগ্রাম, এনামুল হক, মোহাম্মদ মিঠুন, লেন্ডল সিমন্স, রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, একেএস স্বাধীন, নাজমুল ইসলাম, সোহাগ গাজী ও মুক্তার আলী।