আইপিএলে দল পেতে পারেন লিটন, তাসকিন ও শরিফুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩৯
অদ্ভুত এক দাবি করে বসেছেন আইপিএলের অকশনার রিচার্ড ম্যাডলে। প্রায় এক দশক ধরে আইপিএল নিলাম পরিচালনাকারী এই ব্রিটিশের দাবি, ধরাধামে সবচেয়ে বেশি ক্রিকেটারকে তিনিই কোটিপতি বানিয়েছেন! দাবিটা কিন্তু খুব একটা অমূলক নয়, পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজি দিলেও হাতুড়ি পেটা করে ক্রিকেটারের কোটি টাকায় বিক্রির ঘোষণা তো তিনিই দেন। আবার কোটিপতি বানানোর মিশন নিয়ে নামছেন তিনি। আজ দুপুর সাড়ে ১২টা থেকে বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয়েছে দুই দিনের এই নিলাম। যেখানে সাকিব-মুস্তাফিজ তো বটেই; লিটন, তাসকিন, শরিফুলরাও মিলিওনিয়ার হয়ে যেতে পারেন।
আজ যে ১০ জন ক্রিকেটার দিয়ে আইপিএলের নিলাম শুরু হবে তারা হলেন ডেভিড ওয়ার্নার, রবিচন্দ্র অশ্বিন, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, শেখর ধাওয়ান, ফাফ ডু প্লেসিস, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ শামি ও কাগিসো রাবাদাকে দিয়ে। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে অলরাউন্ডারদের ১ নম্বর, পেস বোলারদের ১ নম্বর সেট ও উইকেটকিপারদের ২ নম্বর সেটের নিলামে। অলরাউন্ডারদের ১ নম্বর সেটে থাকা সাকিব ও পেসারদের ১ নম্বর সেটে থাকা মুস্তাফিজ প্রথম ধাপেই নিলামে উঠতে পারেন। তারা দু'জনই সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে আছেন। এ ছাড়া লিটন, তাসকিন ও শরিফুল আছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে। সাকিব আইপিএল খেলছেন এক দশক হয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি শিরোপাও জিতেছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদেও খেলেছেন তিনি। এবার বিপিএলে তিনি যে দুর্দান্ত ফর্মে আছেন তাতে আইসিসির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই ক্রিকেটারকে নিয়ে নিলামে টানাটানি লাগার সমূহ সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজও ভালো ছন্দে আছেন। ১৭ উইকেট নিয়ে বিপিএলে উইকেট শিকারে শীর্ষে আছেন এই বাঁহাতি পেসার। লিটনও দারুণ ফর্মে আছেন। উইকেটকিপার ব্যাটারদের তালিকা থেকে তিনিও ডাক পেয়ে যেতে পারেন। তাসকিন, শরিফুলের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবারের নিলাম ঘিরে এতো আগ্রহের কারণ, আটটি থেকে বেড়ে দল দশটি হয়েছে। বেশি দল মানেই বেশি সংখ্যক খেলোয়াড় সুযোগ পাবেন। আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে, এত বড় নিলাম হয়তো ভবিষ্যতে নাও হতে পারে। অন্য পদ্ধতির দলবদলের দিকে হাঁটতে পারে আইপিএল কর্তৃপক্ষ। এবার ৫৯০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে মোট ৭০ জন বিদেশি দল পাবেন। নিলামে ওঠা ৫৯০ জনের মধ্যে প্রত্যাশিতভাবে সর্বোচ্চ ৩৭০ জন ভারতীয়। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৪৭ জন অস্ট্রেলিয়ার, উইন্ডিজের ৩৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সমান ২৪ জন করে, শ্রীলঙ্কার ২৩ জন, আফগানিস্তানের ১৭ জন, বাংলাদেশের ৫ জন, আয়ারল্যান্ডের ৫ জন। এ ছাড়া নামিবিয়ার ৩ জন, স্কটল্যান্ডের ২ জন এবং জিম্বাবুয়ে, নেপাল ও আমেরিকা থেকে ১ জন করে আছেন তালিকায়।
- বিষয় :
- লিটন দাস
- শরিফুল ইসলাম
- তাসকিন আহমেদ