ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সিরিজ জিতলে আফগানদের টপকে যাবে বাংলাদেশ

সিরিজ জিতলে আফগানদের টপকে যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০১:৩৩ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০১:৩৩

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৯ নম্বরে আছে বাংলাদেশ, তাদের চেয়ে এক ধাপ এগিয়ে আফগানিস্তানের অবস্থান ৮ম। পাশাপাশি অবস্থান করা দুই দল আজ মুখোমুখি হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে, প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। 

মিরপুরে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেলেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ ও র‍্যাংকিংয়ে আফগানদের টপকে ৮ নম্বরে উঠে আসার হাতছানি বাংলাদেশের সামনে। বর্তমানে এক পয়েন্টের ব্যবধান দুই দলের। বাংলাদেশ জয় পেলে ২৩৩ পয়েন্ট নিয়ে উঠে যাবে র‍্যাংকিংয়ের আটে। আফগানদের রেটিং হবে ২২৭, যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ যদি ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা। ২৩৭ রেটিং নিয়ে আফগানিস্তান তখন উঠে যাবে ৭ম স্থানে। এই সিরিজ তাই আফগানিস্তানের জন্যও র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ।

জাতীয় দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ ইঙ্গিত দিয়েছেন একাদশে পরিবর্তন নাও আসতে পারে। ম্যাচের আগের দিন সংবাদসম্মেলনে সিরিজ জিততে সেরা একাদশ নিয়ে মাঠে নামার কথা জানান লঙ্কান এই কোচ।

হেরাথ বলেন, 'এটা দুই ম্যাচের সিরিজ। শেষ ম্যাচটায় জয় লাগবে। আমি মনে করিনা কাউকে বিশ্রাম দেয়া ঠিক হবে। আমাদের সেরা একাদশ খেলাতে যাচ্ছি ম্যাচে।'

আরও পড়ুন

×