বার্সার ধারণা এমবাপ্পে রিয়ালের হয়ে গেছে

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৫:২৫ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৫:২৫
কিলিয়ান এমবাপ্পেকে প্যারিসে রেখে দিতে চায় পিএসজি। ওদিকে চলতি মৌসুমেই পিএসজি’র সংগে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রিতে ফ্রান্সম্যানকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো ক্লাব।
বার্সেলোনাও আছে ওই তালিকায়। তবে কাতালানদের ধারণা এমবাপ্পে এরই মধ্যে রিয়ালের হয়ে গেছে। বার্সার ধারণা, রিয়ালের সঙ্গে চুক্তিও হয়ে গেছে বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী ফ্রান্স তারকার।
বার্সা’র সিনিয়র এক কর্মকর্তা সংবাদ মাধ্যম গোলকে বলেছেন, ‘ফ্লোরেন্তিনো পেরেজের জন্য এমবাপ্পেকে হারানো খুবই কঠিন হবে। তারা যেকোন উপায়ে তাকে দলে ভেড়াবে।’
মোনাকো থেকে পিএসজি আসা এমবাপ্পেকে বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার বানাতে চেয়েছে পিএসজি। ওই প্রস্তাবও তিনি প্রত্যাখান করেছেন বলে সংবাদ মাধ্যমের দাবি। এমবাপ্পে রিয়ালে আসছেন সেটা মাথায় নিয়েই কাতালান ক্লাবটির কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ মাধ্যম দাবি করেছে, বার্সা ধরে নিয়েছে এমবাপ্পের বিপক্ষে আগামী মৌসুমে লড়তে হবে তাদের। সেজন্য শক্তিশালী দল তৈরির প্রস্তুতি নিচ্ছে তারাও। আর্লিং হ্যালন্ডকে লক্ষ্য ধরে এগোচ্ছে কাতালানরা। কিন্তু মোটা অঙ্কের অর্থ দিয়ে হ্যালন্ডকে দলে নেওয়া কঠিন। এছাড়া বার্সা সিজার আজপিলিকুয়েটা, আন্দ্রেস ক্রিস্টেনসেনদের দলে নেওয়ার চেষ্টা করছে।