ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

যেভাবে হবে শেন ওয়ার্নের শেষকৃত্য

যেভাবে হবে শেন ওয়ার্নের শেষকৃত্য

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৮:২৯ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৮:২৯

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন শুক্রবার থাইল্যান্ডে মারা গেছেন। তার মৃত্যুর কারণ পরিষ্কার করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। কেউ কেউ মনে করছেন, অতিরিক্ত মাদক নেওয়ার কারণে অকালে ওয়ার্ন ঝরে গেছেন। আবার কারো মতে, ওজন কমানোর জন্য উঠে পড়ে লাগাই কাল হয়েছে তার।

থাইল্যান্ডে তিন বন্ধুর সঙ্গে অবসর কাটাচ্ছিলেন শেন ওয়ার্ন। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট পাওয়া এই স্পিনার ৫২ বছর বয়সে মারা যাওয়ায় অনেকে রহস্য আছে বলে মনে করছেন। তবে থাইল্যান্ড পুলিশ তার মৃত্যুতে রহস্যময় কিছু পাননি। দ্রুতই সম্পন্ন হবে ওয়ার্নের শেষকৃত্য।

শেন ওয়ার্নের মূর্তিতে ভক্তদের শ্রদ্ধা। ছবি: মেইল অনলাইন

কীভাবে হবে এই শেষকৃত্য? সংবাদ মাধ্যম জানিয়েছে, মেলবোর্নের এসসিজি গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বন্ধু, ভক্ত ও শুভাকাঙ্খিদের সুযোগ করে দেওয়া হবে। মেলবোর্ন রাজ্য সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ওয়ার্নের পরিবারকে তার শেষ যাত্রায় শ্রদ্ধা জানানোর পরিকল্পনার বিষয়ে জানানো হয়েছে।

তবে তার পরিবার এখনও শেষকৃত্য কীভাবে সম্পন্ন করা হবে ওই বিষয়ে কিছু বলেননি। মেলবোর্নের ভিক্টোরিয়ান সরকারের পক্ষ থেকে শেন ওয়ার্নের বাবা কেইথ ওয়ার্ন ও ভাই জেসনকে প্রস্তাব দেওয়া হয়েছে। ভিক্টোরিয়ান স্পোর্টস মিনিস্টার মার্টিন পাকুলা জানিয়েছেন, এমসিজিতে ওয়ার্নের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তাবে তার ভাই একমত হয়েছেন।

ভক্তরা ফুল, চিঠি, ক্রিকেট বল মূর্তিতে রেখে কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: মেইল অনলাইন

শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রস্তাব করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনিও রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর কথা বলেছেন। এক টুইট বার্তায় মরিসন বলেন, ‘শেন ওয়ার্নের মৃত্যুর খবর শুনে অস্ট্রেলিয়ানদের ঘুম ভাঙল। শেন সর্বকালের সেরাদের একজন। ডন ব্রাডম্যানের মতো অসাধারণ অর্জন আছে এমন একজন।’

শেন ওয়ার্নের জন্ম মেলবোর্নে। ক্রিকেট থেকে অবসরের পর তার সম্মানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে বানানো হয়েছে একটি মূর্তি। তার লেগ স্পিনের ইন অ্যাকশনে তৈরি ওই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। শুধু ফুল নয় হাতে লেখা চিঠি, ক্রিকেট বল, স্ট্যাম্প এমনকি মদের বোতল রেখেও কিংবদন্তিতে স্মরণ করছেন তার ভক্তরা।

আরও পড়ুন

×