ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চেলসির আগুনে পুড়ল বার্নলি

চেলসির আগুনে পুড়ল বার্নলি

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১৪:৩৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১৪:৩৪

লিগ কাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে পরাজিত চেলসি প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ে ফিরেছে। বার্নলির বিপক্ষে টমাস টুলেখের দল তুলে নিয়েছে ৪-০ গোলের বড় জয়।

ব্লুজদের বিপক্ষে ঘরের মাঠ টার্ফ মুরে ভালো শুরু করে বার্নলি। প্রথমার্ধে আটকে রাখে সর্বশেষ আসরের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটিকে। কিন্তু দ্বিতীয়ার্ধে আট মিনিটে বার্নলির 'গৃহদাহ' করে ছেড়েছেন কাই হাভার্টেজরা।

ম্যাচের ৪৭ মিনিটে দলকে প্রথম ব্রেক থ্রু দেন রিচি জেমস। এরপর জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার কাই হাভার্টেজ ৫২ ও ৫৫ মিনিটে গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন। ৬৯ মিনিটে চতুর্থ গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক।

হাভার্টেজ জোড়া গোল করলেও দুর্দান্ত খেলেছেন পুলিসিক ও জেমস। দু'জনই গোল করেছেন ও করিয়েছেন।বড় এই জয়ে প্রিমিয়ার লিগের টেবিলে সেরা তিনে জায়গা শক্ত করল চেলসি। তবে শিরোপার লড়াই ম্যানসিটি ও লিভারপুলের।

অল রেডস ‌খ্যাত লিভারপুল শনিবার রাতের ম্যাচে ওয়েস্ট ‌হ্যামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে। দলের হয়ে গোল করেন রেডসদের সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। ম্যানসিটি'র সমান ২৭ ম্যাচ খেলে তিন পয়েন্টে পিছিয়ে আছে জার্গেন ক্লপের দল।

আরও পড়ুন

×