কাজের ক্ষুধাই সাফল্যের মূলে

পেপ গার্দিওলা, [জন্ম :১৮ জানুয়ারি ১৯৭১; সানতপিদর, স্পেন] , ৩ ছবি :অনলাইন
পেপ গার্দিওলা
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ২৩:০৮
পেপ গার্দিওলা। জন্ম ১৮ জানুয়ারি ১৯৭১। স্প্যানিশ ফুটবল কোচ। এ সময়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী কোচদের অন্যতম বর্তমান এই ম্যানচেস্টার সিটি বস গার্দিওলার নানা সাক্ষাৎকারের চুম্বকাংশ অনুবাদ করেছেন শাহনেওয়াজ টিটু
বার্সেলোনায় বেড়ে ওঠা
দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল একাডেমিগুলোর একটিতে আমি বেড়ে উঠেছি। হ্যাঁ, বার্সেলোনার কথাই বলছি। অল্প বয়সী খেলোয়াড়দের সেখানে ভীষণ যত্নের সঙ্গে গড়ে তোলা হয়। নিজের জন্মস্থান স্পেনের কাতালুনিয়ার বার্সেলোনায়। নিজ শহরের ক্লাবটিতে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টানার পর কোচ হিসেবে স্বপ্নের মতো কয়েকটি মৌসুম আমি কাটিয়ে এসেছি। এরপর জার্মানির বায়ার্ন মিউনিখ হয়ে এখন ইংল্যান্ডে আছি ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে।
শুরু থেকেই চ্যালেঞ্জ
খেলোয়াড় জীবনের একেবারে শুরু থেকেই চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমার। কোচ হিসেবে তো এ বিষয়টি আমার মনে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করে দেয়। তবে আমি ভালো করেই জানি, ফুটবল এমনই এক খেলা, যেখানে একা একা কিছু করা প্রায় দুঃসাধ্য ব্যাপার। বরং টিমওয়ার্ক এখানে পরিবেশন করে আসল জাদুটি। ফলে নিজের খেলোয়াড়, স্টাফ এমনকি সমর্থকদের প্রতি সব সময়ই আস্থা রাখতে ভালোবাসি আমি। জানি, দিন শেষে আপাতদৃষ্টিতে জয়-পরাজয়কে অনেকেই হিসাবে নিলেও অন্যদের প্রতি আস্থা রাখাই একজন মানুষের সত্যিকারের বিজয়ের পথ করে দেয়।
প্রতিদিন জয় পাওয়া যায় না তবে চেষ্টা করতে হবে
নিজেকে বলি, হয়তো প্রতিদিনই জয় পাওয়া সম্ভব নয়; তাই বলে চেষ্টা করা মোটেও দোষের নয় নিশ্চয়। যদি কোনো পরিকল্পনা কাজে না লাগে, অন্ধের মতো সেটিকে আঁকড়ে থাকার মানে নেই বরং প্রয়োজনমতো নিজেকে বদলে নেওয়ার মানসিকতাও থাকা চাই।
সাফল্যের পরিসংখ্যানে চোখ রেখে অনেকেই আমার কাছে জানতে চান গোপন মন্ত্রের কথা। বলি, আমার নিজের কোনো জাদু নেই! খেলোয়াড়রাই প্রকৃত জাদুকর। কোনো খেলোয়াড়ের মধ্যে যদি সহজাত প্রতিভা না থাকে, ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা না থাকে, তার কাছ থেকে সেরাটা নিংড়ে আনা জগতের কোনো কোচের পক্ষেই সম্ভব নয়।
নিজস্ব মেধা উস্কে দিই
আমি সব সময়ই চেষ্টা করি খেলোয়াড়দের নিজস্ব মেধাকে খানিকটা উস্কে দিতে, তাদের মনে আত্মবিশ্বাসের সলতেটিকে আরেকটু বেশি জ্বালিয়ে দিতে। আর আমার চোখে একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় গুণটি হলো, ভালো একজন টিমমেট হতে পারা। ব্যক্তিগত ক্যারিয়ারের পাশাপাশি নিজ ক্লাব বা দলের কথাও যারা ভাবেন- এমন খেলোয়াড়ই আমার বেশি পছন্দের।
কিছু একটা করার ক্ষুধা
অতীত সাফল্যের স্মৃতি রোমন্থন করতে খুব একটা ভালো লাগে না আমার। আমি জানি, প্রতিটি দিনই একেকটি নতুন দিন, প্রতিটি ম্যাচই একেকটি নতুন ম্যাচ। নিজের ভেতর জয়ের সুতীব্র এক ক্ষুধা আমি প্রতিনিয়ত অনুভব করি। তার চেয়েও বেশি অনুভব করি ভালো একটা ফুটবল ম্যাচ দেখার ক্ষুধা। জানি, কিছু একটা করার ক্ষুধা মনের ভেতরে কাজ না করলে প্রকৃত সাফল্য কখনোই ধরা দেয় না।
- বিষয় :
- পেপ গার্দিওলা
- ফুটবল কোচ
- ম্যানচেস্টার সিটি