ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

বীমায় ভর করে টানা দরপতনে ছেদ

বীমায় ভর করে টানা দরপতনে ছেদ

শেয়ার বাজার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ২৩:৫৭

টানা পতনের পর বীমা খাতে ভর করে গতকাল মঙ্গলবার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সঙ্গে বেড়েছে শেয়ারবাজার মূল্যসূচক। এ ছাড়া গতকালও রুগ্‌ণ, বন্ধ ও লোকসানি কিছু কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমেছে তিন মাসের সর্বনিম্নে।

গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইতে বিভিন্ন খাতের ৩১১ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, যার ৪১টিই বীমা খাতের কোম্পানি। বীমা খাতের তালিকাভুক্ত ৫৭ কোম্পানির মধ্যে ৫৪টির কেনাবেচা হয়েছে। সার্বিক হিসাবে ডিএসইতে ৫৮ শেয়ার দর হারিয়েছে এবং অপরিবর্তিত ছিল ১৬১টির দর। ক্রেতার অভাবে ৮১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের কোনো লেনদেন হয়নি।
বাজারসংশ্লিষ্টরা জানান, বীমা খাতের বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধি ছাড়া কয়েক দিনের তুলনায় গতকালের লেনদেনে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আবার বীমা খাতের অধিকাংশ শেয়ারের দর বাড়লেও দরবৃদ্ধির শীর্ষে এসব শেয়ার ছিল না। অবশ্য কয়েক দিনের তুলনায় প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দরবৃদ্ধি পাওয়া শেয়ার সংখ্যা কিছুটা বেড়েছে।

শেয়ারবাজারের এ অবস্থার জন্য ফ্লোর প্রাইসের এবং বিভিন্ন কোম্পানির মুনাফা কমার তথ্যের প্রভাব আছে বলে মনে করেন বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তা। তারা জানান, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২৪ কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। এর মধ্যে ১৬ কোম্পানি আয় কমার তথ্য দিয়েছে।

এদিকে শেয়ার লেনদেন কমার ধারা গতকালও অব্যাহত ছিল। এদিন ডিএসইতে ৩৪০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত ১৬ আগস্টের পর সর্বনিম্ন। ওই দিন এ বাজারে ২৯৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

ডিএসইতে গতকাল পৌনে ১০ শতাংশ হারে দরবৃদ্ধি নিয়ে শীর্ষে ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। দুটি কোম্পানিই অনেক বছর ধরে বন্ধ। জানা গেছে, আরও বেশ কিছু কোম্পানির পাশাপাশি খুলনা প্রিন্টিংয়ের দর বাড়ানোয় কারসাজি চক্রের হাত থাকতে পারে। নতুন করে মেঘনা পেট নিয়ে কারসাজি শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। 
গতকাল ৫ শতাংশের ওপর দর বেড়েছে মোট আট কোম্পানি ও দুটি মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, জিলবাংলা সুগার মিলস, উসমানিয়া গ্লাস এবং এমারেল্ড অয়েল। মিউচুয়াল ফান্ড দুটি হলো– ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ এবং ক্যাপিটেক ইসলামী ব্যাংক ইসলামিক মিউচুয়াল ফান্ড।

প্রায় টানা দরবৃদ্ধির পর ৮ শতাংশ দরপতন নিয়ে বিডি মনোস্পুল পেপার ছিল দরপতনের শীর্ষে। শেয়ারপ্রতি ২৬ টাকা ৮০ পয়সা দর হারিয়ে ৩০৪ টাকা ৫০ পয়সায় নেমেছে এর দর। এর আগে ৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ২৪১ থেকে বেড়ে শেয়ারটির দর ৩৫৭ টাকায় উঠেছিল। এরপর থেকে দর হারাচ্ছে। বিডি মনোস্পুল পেপারসহ মোট পাঁচ কোম্পানির শেয়ার ৫ শতাংশের বেশি দর হারিয়েছে। বাকি চারটি হলো– এপেক্স ফুটওয়্যার, ঢাকা ডাইং, জেমিনি সি ফুডস ও প্যাসিফিক ডেনিম।

আরও পড়ুন