তিন সপ্তাহ পর গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকা পার করেছে। কেনাবেচা হওয়া শেয়ারের বাজারমূল্য ছিল ৪৬২ কোটি ৫২ লাখ টাকা। এর আগে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় গত ১২ ডিসেম্বর। তবে কয়েক সপ্তাহ ধরে গুটিকয় শেয়ারে ভর করে যে লেনদেন চলছিল, সে ধারায় গতকালও কোনো পরিবর্তন আসেনি।

ডিএসইতে গতকাল ৩৩৬ কোম্পানির মোট ৪৬২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। তবে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানিরই কেনাবেচা হয় প্রায় ২০৮ কোটি টাকার

শেয়ার, যা মোটের ৪৫ শতাংশ। শীর্ষ ১০০ শেয়ারে কেনাবেচা হয় মোটের ৯৭ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ বাকি ২৩৬ শেয়ারের লেনদেন ছিল মাত্র পৌনে ১৩ কোটি টাকার শেয়ার, যা মোটের মাত্র ২ দশমিক ৬৩ শতাংশ। ঢাকার এ শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার ও মিউচুয়াল আছে ৩৯১টি। এর অর্থ গতকাল ৫৬টির কোনো লেনদেনই হয়নি।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বাধিক ৩২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের।

২৯ কোটি ৪২ লাখ টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ওরিয়ন ফার্মা। ২০ থেকে ২৩ কোটি টাকার লেনদেন হয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট, জেনেক্স ইনফোসিস এবং বসুন্ধরা পেপার মিলসের। লেনদেনের ওপরের দিকে আরও ছিল ইন্ট্রাকো সিএনজি রিফুয়েলিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, ইস্টার্ন হাউজিং, বিডিকম ও নাভানা ফার্মা।

গতকাল ডিএসইতে ৬৬ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ৯৬টির দর কমেছে। অপরিবর্তিত ছিল ১৭৪টির শেয়ার।

ফ্লোর প্রাইস তুলে দেওয়া ২৬ শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত ৫৬টির। প্রায় ১০ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল জেএমআই হসপিটাল রিকুইজিট কোম্পানির শেয়ার। আর ৫ শতাংশের বেশি দর হারিয়ে দরপতনের শীর্ষে ছিল এডিএন টেলিকম।