- শেয়ারবাজার
- সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেক বিনিয়োগকারী
সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেক বিনিয়োগকারী

প্রতীকী ছবি
চলমান সংকটের মধ্যেও চলতি বছরের প্রথম দেড় মাসে দেশের শেয়ারবাজারে বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। তবে যে সংখ্যক নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে, তারও দ্বিগুণের মতো অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য বা খালি হয়েছে। এর মানে অনেক বিনিয়োগকারী তাঁর সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন। সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএলের ওয়েবসাইট থেকে এমন তথ্য পাওয়া গেছে।
গত ডিসেম্বরের শেষে শেয়ারবাজারে সক্রিয় বিও অ্যকাউন্ট ছিল ১৮ লাখ ৬১ হাজার ৩০১টি। গত বৃহস্পতিবার এ সংখ্যা বেড়ে ১৮ লাখ ৬৬ হাজার ৯৩২টিতে উন্নীত হয়েছে। চলতি বছরের প্রথম দেড় মাসে ৫ হাজার ৬৩১টি নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে গত ডিসেম্বর শেষে পুরোপুরি খালি (একটিও শেয়ার নেই এমন) বিও অ্যাকাউন্ট যেখানে ছিল ৩ লাখ ৬৩ হাজার ৯৭০টি, গত বৃহস্পতিবার শেষে তা বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ৭৬৯টিতে উন্নীত হয়েছে। সক্রিয় বিও অ্যাকাউন্টগুলোর মধ্যে ৯ হাজার ৭৯৯ বিও অ্যাকাউন্টে এখন কোনো শেয়ার নেই।
ব্রোকারেজ হাউস সংশ্নিষ্টরা জানান, এই ৯ হাজার বিও অ্যাকাউন্টধারী তাঁদের সম্পূর্ণ বিনিয়োগ প্রত্যাহার করেছেন। তবে এর মধ্যে কিছু অ্যাকাউন্ট নতুনও হতে পারে, যেগুলো বিনিয়োগের উদ্দেশ্যে খোলা হয়েছিল; কিন্তু বাজার পরিস্থিতি বিবেচনা করে হয়তো কোনো শেয়ার কেনেননি।
কয়েক হাজার বিও অ্যাকাউন্ট থেকে যে সমুদয় শেয়ার বিক্রি করা হয়েছে, তার প্রমাণ মিলেছে সিডিবিএল প্রকাশিত অন্য এক তথ্যে। এতে দেখা যায়, গত ডিসেম্বর শেষে সক্রিয় বিও অ্যাকাউন্টের মধ্যে ১৪ লাখ ২১ হাজার ৩৩০টিতে কম-বেশি শেয়ার ছিল। কিন্তু গত বৃহস্পতিবার শেষে এ সংখ্যা ছিল ১৪ লাখ ১৫ হাজার ৯৯২টি।
মন্তব্য করুন