ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। রোববার পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের ভোটে তিনি এ পদে নির্বাচিত হন।

গত ২০ ফেব্রুয়ারি শূন্য ৬টি স্বতন্ত্র পরিচালক পদের মধ্যে চারজনের নিয়োগ প্রস্তাব অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ড. হাফিজ মুহম্মদ হাসান তাঁদের একজন। বাকি তিনজনের দু’জন হলেন– তাঁর সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিভাগের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

ডিএসইর নতুন চেয়ারম্যান ড. হাফিজ হাসান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের খণ্ডকালীন সদস্য। ডিএসইর চেয়ারম্যান হওয়ার আগে  বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।