- শেয়ারবাজার
- কমলো শেয়ারদর, বাড়ল লেনদেন
কমলো শেয়ারদর, বাড়ল লেনদেন

জাতীয় বাজেট ঘোষণার আগের দিন গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। তবে লেনদেন বেড়ে হয়েছে প্রায় ১২শ’ কোটি টাকা। দর ও লেনদেনের সঙ্গে বাজেটের কোনো প্রভাব আছে বলে শেয়ারবাজার সংশ্লিষ্টরা মনে করেন না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন বাজেটে বিনিয়োগকারীদের জন্য কোনো সুখবর থাকছে– এমন কোনো আভাস মেলেনি। তবে সেকেন্ডারি শেয়ারবাজারে বিনিয়োগে কর রেয়াত সুবিধা বহাল নাও থাকতে পারে– এমন গুঞ্জনে অসন্তোষ আছে সংশ্লিষ্টদের মধ্যে।
এমন প্রেক্ষাপটে প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল ৩৬১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৬৪টির দর বেড়েছে, কমেছে ১১৫টির এবং শেষ পর্যন্ত অপরিবর্তিত ছিল ১৮২টির দর। দরবৃদ্ধি পাওয়া শেয়ারের তুলনায় দর হারানোর শেয়ার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ বেশি হওয়ার কারণে প্রধান মূল্যসূচক ৬ পয়েন্ট হারিয়ে ৬৩৩৯ পয়েন্টে নেমেছে।
লেনদেনের পরিমাণ প্রায় ২২৩ কোটি টাকা বেড়ে এক হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। এ লেনদেন চলতি বছর তো বটেই, গত বছরের ৮ নভেম্বরের পর সর্বোচ্চ। সর্বশেষ এক বছরের সর্বোচ্চ দুই হাজার ৮৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল এর দেড় মাস আগে গত বছরের ২০ সেপ্টেম্বর।
মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান সমকালকে বলেন, সাম্প্রতিক সময়ের শেয়ারবাজার লেনদেনে জাতীয় বাজেট সম্পর্কিত কোনো প্রভাব আছে বলে মনে হয় না । মাসের শেষে অনেক বিনিয়োকারী ও প্রতিষ্ঠান মার্জিন ঋণ সমন্বয় করতে গিয়ে অনেক শেয়ার বিক্রি করেন। এই বিক্রির চাপে একদিকে শেয়ারদর কমেছে, অন্যদিকে লেনদেনও বেড়েছে।
বাজেট নিয়ে বিনিয়োগকারীরা এ মুহূর্তে খুব বেশি প্রত্যাশা নিয়ে বসে আছেন বলে মনে করেন না ছায়েদুর রহমান । তিনি বলেন, গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেকেন্ডারি শেয়ারবাজারে বিনিয়োগে কর রেয়াত সুবিধা প্রত্যাহার হতে পারে। তবে মনে হয় না, শেষ পর্যন্ত এমন প্রস্তাব থাকবে।
গতকাল লেনদেন বেড়েছে মূলত তথ্যপ্রযুক্তি, বীমা, কাগজ ও ছাপাখানা এবং বস্ত্র খাতে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির লেনদেন ১০৫ কোটি টাকা বেড়ে ১৬৫ কোটি টাকা ছাড়িয়েছে। বীমা খাতের লেনদেন হওয়া ৫৫ কোম্পানির লেনদেন পৌনে ৮৩ কোটি টাকা বেড়ে ৩৪৬ কোটি টাকা ছাড়িয়েছে।
সার্বিক নিম্নমুখী ধারার মধ্যেও গতকাল পাঁচ কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এগুলো হলো– অগ্নি সিস্টেমস, জেমিনি সি ফুডস, নর্দার্ন জুট, ন্যাশনাল টি এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
মন্তব্য করুন