
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারের সূচক আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। ডিএসইতে টাকার অঙ্কে শেয়ার কেনাবেচার পরিমাণও কিছুটা বেড়েছে। অপর শেয়ারাবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
রোববার ডিএসইতে ৪২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪১৩ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছিল। লেনদেন বেড়েছে ১৪ কোটি টাকা। অবশ্য সাম্প্রতিক সময়ে লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। কিছু দিন ধরে লেনদেন ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মধ্যে রয়েছে। মাঝে একদিন ৩০০ কোটি টাকার নিচেও নামে।
রোববার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।
গতকাল ডিএসইতে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত ছিল ১৮০টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। বেশ কিছুদিন ধরে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর সীমায় আটকে রয়েছে। এ কারণে তাদের দরে কোনো পরিবর্তন নেই। সিএসইতে ৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার ব্লক মার্কেটে মোট ৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৭৭ হাজারটি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৪৩ লাখ ২১ হাজার টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটি ২৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ইউনাইটেড পাওয়ার ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ১৫ লাখ, সিটি ব্যাংকের ৭৩ লাখ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ, গ্রামীণফোনের ৬১ লাখ, সি পার্ল বিচের ৫০ লাখ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মন্তব্য করুন