ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

টানা পতনের পর সূচক ও শেয়ারদর বৃদ্ধি

টানা পতনের পর সূচক ও শেয়ারদর বৃদ্ধি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ | ২৩:১৫

টানা পতনের পর গত দু’দিনে দেশের দুই শেয়ারবাজারের মূল্য সূচক বেড়েছে। আগের দিন প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বৃদ্ধির পর গতকাল মঙ্গলবার বেড়েছে ৬৮ পয়েন্ট। সিমেন্ট ছাড়া বাকি সব খাতের ভালো-মন্দ প্রায় সব শেয়ারের দর বেড়েছে। গত দু’দিনে ডিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট বৃদ্ধির আগে, আগের টানা পাঁচ দিনের দর পতনে সূচকটি ২৬১ পয়েন্ট হারিয়েছিল। গত দু’দিনের দরবৃদ্ধি দেখে শেয়ারবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সম্ভবত টানা দুই মাসের দর পতনের ধারার অবসান হতে চলেছে।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, ব্যাংক সুদের হার বৃদ্ধির বাইরে অন্য গ্রহণযোগ্য যুক্তি ছাড়া প্রায় টানা দর পতনে দুই-তৃতীয়াংশের বেশি শেয়ারে কমপক্ষে ২০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬৭ শতাংশ পর্যন্ত দর কমেছিল। এতে অনেক দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারদরও বিনিয়োগ বিবেচনায় ভালো মূল্যে নেমে এসেছে। এটা হয়তো বিনিয়োগকারীদের শেয়ার কিনতে আকৃষ্ট করছে। শীর্ষ এক ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক সমকালকে বলেন, নানা মনস্তাত্ত্বিক কারণে শেয়ারবাজারে দর পতন হতে পারে। তবে শেষ পর্যন্ত শেয়ারদরই বিনিয়োগকারীদের বাজারমুখী করে। দু’দিনের দরবৃদ্ধি দিয়ে এ বিষয়ে বদ্ধমূল ধারণা দেওয়া সম্ভব নয়। তবে এই বৃদ্ধি ইতিবাচক।

তিন শিল্প গ্রুপ ও জিপির সঙ্গে বিএসইসির বৈঠক
চট্টগ্রাম সফরে গিয়ে দেশের অন্যতম তিন বৃহৎ শিল্প গ্রুপ পিএইচপি, বিএসআরএম এবং প্যাসিফিক ডেনিমের কর্ণধারদের সঙ্গে রোববার রাতে স্থানীয় একটি হোটেলে বৈঠক করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা। বৈঠকে সুফি মুহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ অন্য স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। 
বৈঠকে দেশের শেয়ারবাজারে ভালো ও স্বনামধন্য কোম্পানির তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়। পিএইচপি গ্রুপের সুফি মুহাম্মদ মিজানুর রহমান বলেন, সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে বেসরকারি খাতও সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্তি কোম্পানিগুলোর স্বচ্ছতা বাড়ায় এবং সুশাসন নিশ্চিত করে। প্যাসিফিক জিন্স গ্রুপের এমডি বলেন, প্রয়ােজনীয় সংস্কার হলে তৈরি পোশাক খাতের কোম্পানির জন্য পুঁজিবাজার থেকে অর্থায়নের সুযোগ সৃষ্টি হতে পারে।
ঢাকায় ফিরে আগারগাঁও বিএসইসি কার্যালয়ে গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএসইসির শীর্ষ কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিএফও ওটো ম্যাগনে রিসব্যাক প্রমুখ।

whatsapp follow image

আরও পড়ুন

×