সূচক লেনদেনে বেশি প্রভাব রেখেছে ইসলামী ব্যাংক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ২২:৫৭
গত দুই থেকে তিন বছরে শেয়ারবাজারে ওঠানামায় বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর বড় প্রভাবকের ভূমিকা রেখেছিল। এখন সে জায়গা নিয়েছে ইসলামী ব্যাংকের শেয়ার। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির শেয়ারদর সূচকের সার্বিক উত্থান-পতনের বড় নিয়ামক হয়ে উঠেছে। সোমবারও একই ঘটনা ঘটে।
গতকাল বেশির ভাগ কোম্পানির দরবৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১১টায় প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৩৫ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ৭১টি দর হারিয়ে কেনাবেচা হয়। এ সময় ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২৯৮ পয়েন্টে। দুপুর ১২টায় ১৪৩ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৬৯টি দর হারায়। এ সময় সূচক প্রায় ৭ পয়েন্ট বেড়ে ৫২৭২ পয়েন্টে অবস্থান করছিল। দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারদরও রোববারের তুলনায় ৪০ পয়সা বেড়ে ৫৭ টাকায় কেনাবেচা হচ্ছিল। দুপুর ১টায় ব্যাংকটির শেয়ার ৫৮ টাকা ৮০ পয়সায় ওঠে। এতে সূচকে উল্লেখযোগ্য পয়েন্ট যোগ হয়। অন্য সব শেয়ারের দরেও তার প্রভাব পড়ে। বেলা ১টায় ডিএসইতে ২০৯ শেয়ার দর বেড়ে এবং ১১৫ শেয়ার দর হারিয়ে কেনাবেচা হয়। এ সময় ডিএসইএক্স সূচক ফের ৩৬ পয়েন্ট বেড়ে ৫৩০২ পয়েন্ট ছাড়ায়। দুপুর ২টা ২০ মিনিটে স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার দরবৃদ্ধির ধারায় ছিল। এর প্রভাবও ছিল সার্বিক শেয়ারদরে।
লেনদেন শেষে ১৯৭ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৩২টির দর কমে এবং ৯৪টি দর অপরিবর্তিত ছিল। ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৫৩৩৩ পয়েন্টে থামে। ইসলামী ব্যাংকের দরও আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ৬০ টাকা ৩০ পয়সায় উঠেছে। ইসলামী ব্যাংকের দরবৃদ্ধি গতকাল সূচকে প্রায় ২৮ পয়েন্ট যোগ করেছে। এর সঙ্গে বিকন ফার্মার দরবৃদ্ধি ৫ পয়েন্ট, গ্রামীণফোন সাড়ে ৪ পয়েন্ট, বিএটি বাংলাদেশ পৌনে ৪ পয়েন্ট এবং স্কয়ার ফার্মা আড়াই পয়েন্ট যোগ করেছে।
ডিএসইতে চড়াও কতিপয় বিনিয়োগকারী
এদিকে গতকাল ঢাকার নিকুঞ্জে ডিএসই টাওয়ারে গিয়ে কিছু বিনিয়োগকারী ডিএসইর সিআরও খায়রুল বাশারসহ কিছু কর্মকর্তার অনিয়মের অভিযোগ করে হট্টগোল করেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর একটি দল ডিএসই টাওয়ারে যায়। ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাত্ত্বিক আহমেদ তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন।
সাত্ত্বিক আহমেদ সমকালকে জানান, কয়েকজন বিনিয়োগকারী এসে প্রগতি লাইফসহ কিছু কোম্পানির শেয়ারদর বৃদ্ধির তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের কথা ধৈর্য ধরে শুনেছেন এবং বুঝিয়েছেন যে, তদন্ত কাজ ডিএসইর স্বাভাবিক কার্যক্রমের অংশ, যা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় করা হয়।
- বিষয় :
- শেয়ারবাজার