ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

শেয়ারদর বেড়েছে বীমা খাতে

শেয়ারদর বেড়েছে  বীমা খাতে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ২৩:১৩

প্রায় সব কোম্পানির শেয়ারদর বৃদ্ধি দিয়ে গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারের লেনদেন শুরু হলেও শেষ হয়েছে দর পতনে। তাতে লেনদেন অবশ্য কমেনি, তবে মূল্য সূচক কমেছে। এর মধ্যেও বীমা খাতে ছিল সম্পূর্ণ ভিন্ন ধারা। শেয়ার কেনাবেচার পরিমাণ কমলেও প্রায় সব বীমার বাজারদর বেড়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯৫টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত থেকেছে ৪৭টির দর। বীমা ছাড়া বাকি খাতের ৭৩ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৯৭টির দর কমেছে। ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট হারিয়ে ৫২৯৮ পয়েন্টে নেমেছে। 
বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমার পরও বীমা খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৫৪টিরই বাজারদর বেড়েছে। গড়ে এ খাতের শেয়ারদর বেড়েছে পৌনে ৩ শতাংশ হারে। গত কয়েকদিন ধরে বীমা খাতের শেয়ারদর কিছুটা বাড়লেও পুরো বাজার চিত্রের বিপরীতে এমন দরবৃদ্ধির কোনো কারণ জানা যায়নি।
ডিএসইতে গতকাল ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা বেশি। সার্বিক হিসাবে বীমা খাতের শেয়ার লেনদেন ৫৭ কোটি ২৭ লাখ টাকা কমে ৬০ কোটি ৩৮ লাখ টাকায় নেমেছে। 
তবে সার্বিক হিসাবে লেনদেন কমলেও পাবলিক মার্কেটে লেনদেন বেড়েছে। সোমবার এ খাতের মোট ১১৭ কোটি ৬৫ লাখ টাকার লেনদেনের
মধ্যে পাবলিক মার্কেটে ৩৩ কোটি ২২ লাখ টাকার এবং ব্লক মার্কেটে ৮৪ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়। গতকাল ব্লক মার্কেটের লেনদেন নেমেছে ৩ কোটি ২২ লাখ টাকায় এবং পাবলিক মার্কেটের লেনদেন বেড়ে ৫৭ কোটি ১৭ লাখ টাকায় উন্নীত হয়েছে। 
দরবৃদ্ধির শীর্ষ তালিকার ছয়টি ছিল বীমা খাতের শেয়ার। এগুলো হলো– এশিয়া, বাংলাদেশ জেনারেল, মার্কেন্টাইল, মেঘনা, প্যারামাউন্ট এবং প্রভাতী ইন্স্যুরেন্স। এসব শেয়ারের দর সোয়া ৭ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। উল্লেখযোগ্য লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল এবং রানার অটোমোবাইলসের শেয়ারদর যথাক্রমে সাড়ে ৮ ও ৭ শতাংশ হারে বেড়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×