ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বীমা ও সিমেন্ট ছাড়া সব খাত দর হারিয়েছে

বীমা ও সিমেন্ট  ছাড়া সব খাত  দর হারিয়েছে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ২২:৫৮

সোমবারও দেশের শেয়ারবাজারের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। ব্যতিক্রম ছিল বীমা এবং সিমেন্ট খাত। ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি ও বিদ্যুৎ, ওষুধ ও রসায়ন, বস্ত্রসহ প্রায় সব খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়েছে।
গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩০টির দর বেড়েছে, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত ছিল ৪২টির দর। বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, এমজেএল বিডিসহ বেশির ভাগ বড় মূলধনের কোম্পানির শেয়ারের দর কমায় প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট হারিয়ে ৫৩০০ পয়েন্টে নেমেছে। বেশির ভাগ শেয়ার দর হারানোর পরও লেনদেন ৪৫ কোটি টাকা বেড়ে ৫৫৫ কোটি টাকা ছাড়িয়েছে। অগ্নি সিস্টেমস, সোনালি আঁশ, মিডল্যান্ড ব্যাংক, বিচ্ হ্যাচারি এবং শিপিং করপোরেশনের ১১২ কোটি টাকার লেনদেন এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। 
বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, ব্যক্তির ক্ষেত্রে মূলধনি মুনাফায় করছাড় এবং আইসিবিকে ৩ হাজার কোটি টাকার গ্যারান্টি প্রদানের খবরে কয়েক দিন শেয়ারদর বেড়েছিল। এখন আবার পতন হচ্ছে। প্রকৃত অর্থে  বাজার দর পতনের ধারায় আছে, যার বড় কারণ ব্যাংকের সুদহার বৃদ্ধি। 
 

whatsapp follow image

আরও পড়ুন

×