শেয়ারদর কমেছে বীমায় বেড়েছে আর্থিক খাতে
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ০২:৪১
টানা চতুর্থ দিনে ঢাকার শেয়ারবাজারের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। তবে ইসলামী ব্যাংকের শেয়ারদর বৃদ্ধিতে ভর করে সূচক সামান্য বেড়েছে। এর মধ্যে এক দিনেই শেয়ার কেনাবেচার পরিমাণ প্রায় ১২২ কোটি টাকা বা সাড়ে ২৩ শতাংশ কমে ৩৯৩ কোটি টাকায় নেমেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৭৫টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১২টির দর বেড়েছে, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত থেকেছে ৮৩টির।
বেশির ভাগ শেয়ার দর হারালেও ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। ব্যাংক খাতের তালিকাভুক্ত ৩৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে সাতটির। আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩ কোম্পানির মধ্যে ১৫টির দর বেড়েছে, কমেছে চারটির। তবে বীমা খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৫৪টিই দর হারিয়েছে।
বেশির ভাগ শেয়ারের দর কমার পরও ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৫২৪৫ পয়েন্টে উঠেছে। এক্ষেত্রে ব্যাংক খাতের পাশাপাশি ইসলামী ব্যাংকের শেয়ারদর বৃদ্ধির ভূমিকা ছিল বেশি। খাত হিসেবে ব্যাংকের শেয়ারদর বৃদ্ধি সাকল্যে সূচকে ১৫ পয়েন্ট যোগ করে। একা ইসলামী ব্যাংকের দর বৃদ্ধি যোগ করেছে ১২ পয়েন্ট। এ ছাড়া স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বিকন ফার্মার দরবৃদ্ধি কিছুটা ভূমিকা রেখেছে। বিপরীতে বিএটি বাংলাদেশের শেয়ারের দর পতনে সূচক হারায় প্রায় পৌনে ৯ পয়েন্ট। এ ছাড়া বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংকের দরহ্রাস সূচকে গতকাল সর্বাধিক নেতিবাচক প্রভাব ফেলে।
একক কোম্পানি হিসেবে গতকাল সর্বাধিক প্রায় ১১ শতাংশ দর হারিয়ে প্যারামাউন্ট টেক্সটাইল ছিল দর পতনের শীর্ষে। ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত দর হারিয়ে এর পরের অবস্থানে ছিল শাইনপুকুর সিরামিক্স, স্টাইল ক্রাফট, বিডি থাই ফুড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং।
সার্বিক নেতিবাচক ধারার মধ্যেও তিন কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ হারে বেড়েছে। এগুলো হলো– দেশবন্ধু পলিমার, কুইনসাউথ টেক্সটাইল ও জুট স্পিনার্স। এসব শেয়ারের দর পৌনে ৯ শতাংশ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এদিকে পতনের ধারায় গতকাল সব খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের লেনদেন কমেছে। সবচেয়ে বেশি কমেছে বীমা খাতের। গতকাল এ খাতের সাড়ে ৪৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মঙ্গলবার ছিল সাড়ে ৯২ কোটি টাকার বেশি। এ ছাড়া ওষুধ ও রসায়ন খাতে প্রায় ১৪ কোটি টাকা, তথ্য-প্রযুক্তির ১৩ কোটি টাকার লেনদেন কমেছে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠান খাতের লেনদেন ১৫ কোটি টাকা বেড়ে ৩৩ কোটি টাকা ছাড়িয়েছে। একক কোম্পানি হিসেবে লাভেলোর ১৫ কোটি টাকার লেনদেন ছিল সর্বাধিক।
- বিষয় :
- শেয়ারবাজার