ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। এজন্য সবকিছুর উর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হতে হবে। সে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। সে রকম একটি নির্বাচন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
গত ২৩ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী শান্তি মিশন থেকে আয় করেছে ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ টাকা। সংসদে এ কথা জানিয়েছেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিদেশে শান্তি মিশনে অংশগ্রহণ করে বার্ষিক গড় আয়ের পরিমাণ ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৪ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এক হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৯১৯ টাকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা।