ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

বিশ্ব

যুক্তরাষ্ট্র-কানাডা
মার্কিন মুসলমানদের ভোট হারাচ্ছেন বাইডেন

মার্কিন মুসলমানদের ভোট হারাচ্ছেন বাইডেন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতায় সামরিক ও আর্থিক সহযোগিতা করায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চরম ক্ষুব্ধ মার্কিন মুসলমানরা। ফলে ২০২৪ সালের নির্বাচনে মুসলমানদের কোনো ভোটই পাবেন না তিনি। ইসরায়েলের ব্যাপারে তাঁর নীতির কারণে এরই মধ্যে বাইডেনকে বয়কটের অঙ্গীকার করেছেন তারা। একই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে বাইডেনকে বর্জন করুন– এই প্রচারণাও শুরু করেছেন গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে। বাইডেনকে সমর্থন না করার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষও নেবেন না মুসলমান ভোটাররা। তারা বলছেন, বেছে নেবেন অন্য কোনো প্রার্থী। এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। খবর আলজাজিরার।

আপডেটঃ ০৪ ডিসেম্বর ২০২৩ | ০৫:৫৬