১৪ হাজার ফুট ওপরে বিমান, হঠাৎ ক্রু দেখলেন জানালায় কাচ নেই
হঠাৎ এক ক্রুর চোখে ধরা পড়ে– বিমানের দুটি জানালার কাচ নেই। আরও দুটি জানালা ভালোভাবে লাগানো হয়নি। দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত পাইলটসহ অন্যদের জানান তিনি। পরে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয় বিমানটি।
আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৩ | ২১:৫৬