- টি–টোয়েন্টি বিশ্বকাপ
- অস্ট্রেলিয়ার সামনে 'অলরাউন্ড' পাকিস্তান
অস্ট্রেলিয়ার সামনে 'অলরাউন্ড' পাকিস্তান

শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তান
পাকিস্তান বিশ্বকাপে এসেছিল ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে। আর্থিক অনটনে ভোগা পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা এর কারণটা পরিস্কার করেই বলেছিলেন, 'এক শক্তিশালী ইনভেস্টর আমাকে বলেছে যে, বিশ্বকাপে ভারতকে হারাতে পারলেই পিসিবির জন্য ব্লাঙ্ক চেক প্রস্তুত আছে।' সে লক্ষ্য পূরণ করে বাবর আজমের দল এখন শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে। সেমিতে আজ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, যারা কিনা বিশ্বকাপে এসেছিল টানা চারটি টি২০ সিরিজ হেরে। তবে বিশ্বকাপের মঞ্চে ঠিকই জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তারকারা। ক্রিকেটের প্রায় সব ট্রফি তাদের শোকেসে থাকলেও টি২০ বিশ্বকাপ শিরোপটা নেই। তাই সেমিতে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
দুরন্ত দাপটে এগিয়ে চলা পাকিস্তান আক্ষরিক অর্থেই সবাই মিলে পারফর্ম করছে। যার বড় প্রমাণ, সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে পাকিস্তানের ভিন্ন পাঁচজন ম্যাচসেরা হয়েছেন। এর মধ্যে আবার তিনজন ব্যাটার, দু'জন বোলার। যারা ম্যাচসেরা হতে পারেননি, তারাও অবদান রাখছেন দলের জয়ে। এ কারণেই টানা পাঁচ ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছেন বাবর-রিজওয়ানরা। আজ সেমিফাইনালেও পাকিস্তানের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।
পাকিস্তানের ব্যাটারদের মধ্যে এক ফখর জামান ছাড়া বাকি সবাই রানের দেখা পেয়েছেন। অবশ্য ফর্মে না থাকার পরও আফগানিস্তানের বিপক্ষে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন ফখর। আর অধিনায়ক বাবর আজম তো দুর্দান্ত ছন্দে আছেন। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে চারটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ২৬৪ রান নিয়ে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে তিনি। দারুণ ছন্দে আছেন অন্য ওপেনার মোহাম্মদ রিজওয়ানও। দুটি হাফসেঞ্চুরিতে ২১৪ রান নিয়ে ছয় নম্বরে আছেন তিনি। প্রতি ম্যাচেই এ জুটি পাকিস্তানকে দারুণ সূচনা এনে দিচ্ছে।
দুই অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ তাদের এ ভিতের ওপর দাঁড়িয়ে মারকুটে ব্যাটিং করছেন। এর মধ্যে স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ৫৪ রান করে শোয়েব মালিক যেন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আসিফ আলীর কথা তো বলাই বাহুল্য। আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের প্রয়োজনের সময় দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ছয় মারায় তার সহজাত প্রতিভা সবাইকে বিস্মিত করেছে।
বোলিংয়ের নেতৃত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি। অনেকের মতে, ভারতের বিপক্ষে তার দুটি ডেলিভারিতেই জয় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। আর সে ম্যাচের অনুপ্রেরণাতেই এগিয়ে চলছে পাকিস্তান। তার পাশাপাশি অন্য দুই পেসার হারিস রউফ ও হাসান আলী দারুণ বোলিং করছেন। দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিম এখনও ম্যাচসেরা হতে না পারলেও প্রয়োজনের সময় ঠিকই উইকেট এনে দিচ্ছেন।
মন্তব্য করুন