- টি–টোয়েন্টি বিশ্বকাপ
- বুড়োরাই অস্ট্রেলিয়ার অস্ত্র
বুড়োরাই অস্ট্রেলিয়ার অস্ত্র

আজ পাকিস্তানের মুখোমুখি অস্ট্রেলিয়া
ফর্মহীনতা ও চোটের কারণে বেশ নাজুক অবস্থায় বিশ্বকাপে এসেছিল অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপের মঞ্চে নামতেই যেন অন্য চেহারায় অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের চারটি জিতে সেমিতে চলে গেছে তারা। বদলে গেছে অসি ক্রিকেটারদের চারপাশও। ফর্মহীনতার কারণে বিশ্বকাপ শুরুর আগে যারা বলত অস্ট্রেলিয়া বুড়োদের দল, তারাই এখন বলছে, অসিদের অভিজ্ঞতা বেশি। বিষয়টা আবার দারুণ উপভোগ করছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আবার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ফর্মের কারণে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে জায়গা হারানো ওয়ার্নার বিশ্বকাপে ঠিকই জ্বলে ওঠেন। ৩৫ বছর বয়সী এই ওপেনার শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ রানের পর উইন্ডিজের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলে ভরসার প্রতিদান দিয়েছেন। ৩৪ বছর বয়সী ফিঞ্চ হাফসেঞ্চুরি না পেলেও তিনটি ত্রিশোর্ধ ইনিংস খেলেছেন।
এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শরাও ছন্দে ফিরেছেন। কেবল স্টিভ স্মিথ একটু মন্থর ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে বোলিং। তাদের পেস-ট্রায়ো মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড গতি-সুইং দিয়ে এতটা ত্রাস সৃষ্টি করতে পারেননি। তবে দলের প্রয়োজন ঠিকই মেটাচ্ছেন। দারুণ ফর্মে আছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তারা জ্বলে উঠেছেন বলেই সমালোচনাকারীরা প্রশংসা শুরু করেছেন।
এ বিষয়ে ফিঞ্চ বলেন, '১০ দিন আগেও আমরা ছিলাম বুড়োদের দল। আর এখন নাকি আমরা অভিজ্ঞদের দল! সে যাই হোক, আমরা এখানে এসেছি বিশ্বকাপ জেতার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে।'
মন্তব্য করুন