এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই টস জিতে রান তাড়া করতে চায় সব দলের অধিনায়কেরা। বিশেষ করে দুবাইয়ে শিশিরের কারণে পরে ব্যাট করাই উত্তম মনে করেন তারা। আজকের সেমিফাইনালে তাই 'টস' নিয়ন্ত্রক হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সাবেক পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারও টসকে গুরুত্বপূর্ণ মনে করছেন। তার দাবি, যে যাই বলুন না কেন, টস ম্যাচে প্রভাব ফেলছে। এটা অস্বীকার করা যাবে না। তাই অস্ট্রেলিয়া টস হারলেই ঘাবড়ে যাবে।

আখতার দাবি করেন, অস্ট্রেলিয়া যদি পাওয়ার প্লেতে উইকেট তুলতে না পারে, তবে তারা হাল ছেড়ে দেবে। সবমিলিয়ে তিনি সেমিফাইনালে পাকিস্তানের হয়েই বাজি ধরছেন। পাক স্পিডস্টার জানান, অস্ট্রেলিয়া পাকিস্তানকে ভয় দেখানোর চেষ্টা করবে, তবে এটা নব্বইয়ের দশকের শেষের দিকের অস্ট্রেলিয়া নয়, যখন গিলক্রিস্ট ৭ নম্বরে ব্যাট করতে আসতেন।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, 'অস্ট্রেলিয়া পাকিস্তানের উপর হামলা করতে পারে। আক্রমণ করবেও। চেষ্টা করবে পাকিস্তানকে ভয় দেখানোর। তবে অস্ট্রেলিয়া এখন আর নম্বইয়ের দশকের শেষের দিকের অস্ট্রেলিয়া দলের মতো নেই, যখন গিলক্রিস্ট সাত নম্বরে ব্যাট করতে আসত।'