- টি–টোয়েন্টি বিশ্বকাপ
- হেরেও প্রশংসায় ভাসছে পাকিস্তান
হেরেও প্রশংসায় ভাসছে পাকিস্তান

দুবাইয়ের মাঠে কাল ছিল পাকিস্তানি সমর্থকদের আধিপত্য। ছবি-পাকিস্তান ক্রিকেট বোর্ড
অস্ট্রেলিয়া কত রানে হারবে- এই সমীকরণে যখন বুঁদ দুবাইয়ের গ্যালারি, ম্যাথু ওয়েডের পরপর তিনটি ছক্কা ঠিক তখনই পাকিস্তানি সমর্থকদের বুকে পেরেকের মতো আঘাত করেছিল। তখনই তারা বিশ্বাস করেছিল যে, পাকিস্তানের টি২০ বিশ্বকাপযাত্রা সত্যি সত্যিই শেষ হয়ে গেছে। আগের দিন যে কৌশলে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছিল, গতকাল ঠিক একইভাবে পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। খাদের কিনারা থেকে অসিরা ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।
পাকিস্তানের ম্যাচ হারের পর অনেকেই অনেক কথা বলেছে হাসান আলীর ক্যাচ মিস কিংবা শাহীন শাহ আফ্রিদির তিন ছক্কা হজম নিয়ে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দলের পাশে দাঁড়িয়েছেন। এক টুইটে বাবর আজম ও পাকিস্তান দলের প্রতি লিখেছেন, 'আমি জানি তোমাদের কেমন লাগছে এখন এবং আমি একই রকম হতাশার মুখোমুখি হয়েছি ক্রিকেট মাঠে। কিন্তু যে মানের ক্রিকেট তোমরা খেলেছো এবং যে বিনয় দেখিয়ে জিতেছো, তাতে গর্ব হওয়া উচিৎ। অস্ট্রেলিয়াকে অভিনন্দন।'
পাকিস্তান বিশ্বকাপে এসেছিল ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে। আর্থিক অনটনে ভোগা পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা এর কারণটা পরিস্কার করেই বলেছিলেন, 'এক শক্তিশালী ইনভেস্টর আমাকে বলেছে যে, বিশ্বকাপে ভারতকে হারাতে পারলেই পিসিবির জন্য ব্লাঙ্ক চেক প্রস্তুত আছে।' সে লক্ষ্য পূরণ করে বাবর আজমের দল শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছিল। সেমিতে দুর্দান্ত খেলেও অজিদের বিপক্ষে হার স্বীকার করতে হলো বাবর আজমদের।
এমন হারেও পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে গর্বিত শহীদ আফ্রিদি। এক টুইটে তিনি লেখেন, 'ভালো লড়াই করে তোমরা আমাদের গর্বিত করেছো, পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো চেষ্টা করেছো। অস্ট্রেলিয়া ভালো খেলেছে, আমি সত্যি মনে করি এই দলটি (পাকিস্তান) আগামী বছর বিশ্বকাপ জিতবে, আমাদের ক্রিকেটারদের সাথে থাকতে হবে।'
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজার মতে, পাকিস্তানকে একাট্টা করেছে এই ক্রিকেট দলটি। নিজের ভেরিফায়েড টুইটার পাতায় লিখেছেন, 'সত্যিকার অর্থে পুরো দেশকে একত্র করেছো তোমরা এবং অঙ্গীকারের সাথেই দেশের মনোবল চাঙ্গা করে দিয়েছে। যেভাবে লড়াই করেছো তোমাদের ধন্যবাদ জানাই এবং তোমাদের নিয়ে গর্ব হয়।'
You have united the land truly and you have refreshed it’s mood with promise. We thank you and we are proud the way you fought. Well done boys. #PakistanZindabad
— Ramiz Raja (@iramizraja) November 11, 2021
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, 'ভাবতে পারেন এই লোকটা (মোহাম্মদ রিজওয়ান) দেশের হয়ে খেলেছে এবং সর্বোচ্চটা দিয়েছে। যে কি না গত দুইদিন হাসপাতালে ছিল। বিনম্র শ্রদ্ধা।'
শোয়েব আখতার টুইটারে আরেকটি ভিডিওতে বলেছেন, এই ছেলেগুলোর সাথে থাকবেন, এরা আমাদের গর্ব।
পাকিস্তানের পাশাপাশি বাবর আজমরা প্রশংসা পেয়েছে ভারতের থেকেও। ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ টুইট করে জানিয়েছেন, 'পাকিস্তানের ম্যাচ ছিল এটা। কিন্তু অস্ট্রেলিয়াও দমে যায়নি।'
ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রশংসা করে লিখেছেন, 'পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু অস্ট্রেলিয়া শেষ পাঁচ ওভারে শক্তিশালীভাবে ফিরে এসেছে এবং ভালোভাবে ম্যাচ শেষ করেছে।'
পাকিস্তানের ক্রিকেট দলের প্রথম ইনিংসের ব্যাটিং দেখে ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না লিখেছেন, 'শক্তিশালী প্রদর্শনী দেখিয়েছে পাকিস্তান'।
ম্যাচ শেষে তিনি পাকিস্তানকে সাধুবাদ জানিয়েছেন, চোখ ধাঁধানো ম্যাচ ছিল বলে মত দিয়েছেন তিনি।
আর যুবরাজ সিং লিখেছেন, 'ক্যাচ ধরলে আপনি ম্যাচ জিতবেন, আর কিছু ক্যাচ মিস অনেক বেশি ভোগাতে পারে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলা পাকিস্তান শেষ পর্যন্ত দুভার্গ্যজনকভাবে হেরে গেলো। দারুণ একটা ফাইনালের অপেক্ষায় আছি।'
মন্তব্য করুন