মাঠের লড়াইয়ে ক্রিকেট স্পিরিট বিরোধী কাণ্ড ঘটিয়ে ভারতের সাবেক ক্রিকেটারের তোপের মুখে পড়েছেন ডেভিড ওয়ার্নার। গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ান এই ওপেনারকে রীতিমতো সমালোচনার তোড়ে ধুয়ে দিয়েছেন। 

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের অষ্টম ওভারের প্রথম বল মোহাম্মদ হাফিজের হাত থেকে ফসকে যায়। বলটা দুবার বাউন্স খেয়ে ওয়ার্নারের সামনে দিয়ে যাচ্ছিল ক্রিজের বাইরে। সেটা দেখেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে সজোরে ওভার বাউন্ডারি হাঁকিয়ে বিতর্ক ছড়ান মারকুটে এ অজি ব্যাটসম্যান।

সচরাচর ব্যাটসম্যানরা ক্রিকেটের স্পিরিট মেনে এমন ক্ষেত্রে শট নেন না এবং আম্পায়ার ডেড-বল ঘোষণা করেন। তবে এক্ষেত্রে ব্যাটসম্যান শট নেওয়ায় আম্পায়ার বলটিকে নো-বল ঘোষণা করেন। ওয়ার্নারের এমন আচরণে বেজায় চটেছেন গম্ভীর। তিনি টুইট করে বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দেন এবং ক্রিকেটের স্পিরিটের করুণ ছবি বলেও উল্লেখ করেন।

গৌতম আরো বলেন, শেন ওয়ার্ন, রিকি পন্টিংরা সব বিষয়েই টুইট করেন। বড়বড় কথা বলেন। এখন তারা চুপ কেন? অশ্বিন মানকাড আউট করলে লম্বা-চওড়া কথা বলেন পন্টিংরা, ওয়ার্নারের বেলায় কী বলবেন শেন ওয়ার্ন? অন্যের দোষ দেখা সহজ কাজ। নিজেদের প্লেয়ার নিয়ে কথা বলা কঠিন।