- টি–টোয়েন্টি বিশ্বকাপ
- ফাইনালে টসকে গুরুত্ব দিচ্ছেন না কিউই কোচ
ফাইনালে টসকে গুরুত্ব দিচ্ছেন না কিউই কোচ

গ্যারি স্টেড-নিউজিল্যান্ড কোচ
প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আগের ছয় আসরে কোনবারই শিরোপার স্বাদ নিতে পারেনি এই আসরের দুই ফাইনালিষ্ট। তাই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের মহারণ। এই ম্যাচের আগে টসকে গুরুত্ব দিতে নারাজ নিউজিল্যান্ড দলের হেড কোচ গ্যারি স্টেড।
এবারের পুরো বিশ্বকাপ জুড়েই গুরুত্বপূর্ণ প্রভাব ছিল টস ভাগ্যের। টস জিতে শেষে ব্যাট করা দলই জিতে নিয়েছে সপ্তম আসরের বেশিরভাগ ম্যাচ। এমনকি দুইটি সেমিফাইনালও জিতেছে টস জেতা দুই দল। বড় সংগ্রহ দাঁড় করিয়েও রক্ষা হয়নি প্রথমে ব্যাট করা দলের। তবে কি টস ভাগ্যের সাথেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা ভাগ্যও?
এমন প্রশ্নের উত্তরে খুব একটা বিচলিত দেখা যায়নি নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারি স্টেডকে। টসের ওপর ভরসা না করে তিনি ভরসা করতে চাচ্ছেন কৌশলে।
গ্যারি স্টেড জানালেন, 'আবুধাবি ও দুবাইয়ে শেষ তিন ম্যাচেই শেষে ব্যাট করা দল জিতেছে। আর মাঠে তেমন শিশির থাকে না। টসের সাথেই ম্যাচের অর্ধেক ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। তবু আমরা আমাদের কৌশলের উপরই ভরসা রাখতে চাইবো। টসের ভাগ্য তো আর আপনি নির্ধারণ করতে পারবেন না।'
মন্তব্য করুন