ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বিশেষ দিনে দর্শনার সরল স্বীকারোক্তি

বিশেষ দিনে দর্শনার সরল স্বীকারোক্তি

দর্শনা বণিক। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৮:২০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৮:২৩

দেখতে দেখতে কেটে গেল এক বছর। গেল বছরের এই দিনে গাঁটছড়া বেঁধেছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। বিয়ের প্রথম বর্ষপূর্তিতে তাদের উপলব্ধিও অন্য রকম!  এক বছরে সৌরভকে নতুন করে আবিষ্কার করেছেন দর্শনা।

অভিনেত্রী বলেন, ‘বিয়ের আগে তো আমরা একসঙ্গে থাকিনি কখনও। বিয়ের পরে একসঙ্গে থেকে বুঝলাম সৌরভ খুবই লক্ষ্মী ছেলে। ওর কিছুতেই সমস্যা নেই। ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে, আবার মাংস-ভাত দিলেও খেয়ে নেবে। মাটিতে বসে খেতে হলেও ও খেয়ে নেবে। ও খুবই ঝুট-ঝামেলাহীন একটা মানুষ। ও খুবই বোঝে সুবিধা-অসুবিধা।’

যদিও নিজে নাকি বেশ ঝগড়া করেন অভিনেত্রী। হাসতে হাসতে দর্শনার সরল স্বীকারোক্তি, ‘আমি আবার অন্য রকম। ওই হয়তো বলবে, আমি ঝগড়া করি। আমি একটু ঘ্যানঘ্যানও করি। আমিই বেশি কথা বলি। ও সেই তুলনায় শান্ত। আসলে সৌরভ মাত্র ১৮ বছর বয়স থেকে একা থেকেছে। ও দায়িত্ব নিতে জানে। আমি আবার অনেক বড় হয়ে কাজের জন্য একা থেকেছি।’

এদিকে বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু মুহূর্তের ভিডিও পোস্ট করে দর্শনা লিখেছেন, ‘আমাদের প্রত্যেকটা দিন যেন সুখে কাটে। তুমি আমার সঙ্গী, প্রিয় বন্ধু, আমার অপরাধের সঙ্গী, আমার হাসিখুশির মুহূর্তের সঙ্গী, আরও অনেক কিছু। শুভ বিবাহবার্ষিকী।’

সমাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভ লিখলেন, ‘আরও হাজার বছর একসঙ্গে থাকব। শুভ বিবাহবার্ষিকী হে প্রিয়।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন

×