ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চলচ্চিত্র জীবনে অনন্য প্রাপ্তির কথা জানালেন জয়া

চলচ্চিত্র জীবনে অনন্য প্রাপ্তির কথা জানালেন জয়া

জয়া আহসান। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ | ২০:০৫

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’। প্রখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একই শিরোনামের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবাংলার নির্মাতা সুমন মুখোপাধ্যায়। খবরটি জানিয়েছেন জয়া আহসান নিজেই।

জয়া জানান, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘পুতুলনাচের ইতিকথা’। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে গুরুত্বপূর্ণ এ উৎসবে।

জয়া বলেন, ‘‌আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। আমার এত বছরের চলচ্চিত্র জীবনে এ এক অনন্য প্রাপ্তি। অবশ্যই এ ছবির সঙ্গে যুক্ত সব অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলী তাদের সবটা উজাড় করে দিয়েছেন এ ছবির নির্মাণে। তাদের জানাই আমার কুর্নিশ।’

জানা গেছে, এ সিনেমায় ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আর ‘শশী’ চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। বিংশ শতাব্দীর তিনের দশকের শেষদিক থেকে চারের দশকের শুরু– এই সময়কালকে সিনেমায় তুলে এনেছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। সিনেমার আবহসংগীত করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক সুমন মুখোপাধ্যায় লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এ ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এ ছবি করতে। তাঁর প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’ আগামী ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে উৎসবের মূল আসর। কবে ছবিটির প্রিমিয়ার হবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

এ সিনেমা ছাড়াও বিজয়ের মাসে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ নিয়ে আসছেন জয়া। সিনেমাটি সারাদেশে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান।

সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন– সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতিসহ অনেকে। দেশের প্রেক্ষাগৃহে সর্বশেষ জয়া আহসানকে দেখা গিয়েছিল নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

আরও পড়ুন

×