ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

আগামী বছরেই নেট ৫.৫জি চালু

আগামী বছরেই নেট ৫.৫জি চালু

বক্তব্য দিচ্ছেন লিওন ওয়াং

কবির হাসান

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩ | ১৬:৫৮ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৫:৪৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বৈশ্বিক সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০২৪ সালে নেট ৫.৫জি সলিউশন চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। আলট্রা-ব্রডব্যান্ড অ্যাপ্লিকেশননির্ভর ৫.৫জি যুগে টেলিকম ক্যারিয়ার সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবসার পরিধি ছড়াতে হুয়াওয়ের পরিকল্পনাটি সহায়ক হবে।
পরিপূর্ণ নেট ৫.৫জি সলিউশন ১০ জিবিপিএস সংযোগ, অ্যাডাপ্টেবল আলট্রা-ব্রডব্যান্ড ট্রান্সপোর্ট আর স্বয়ংক্রিয় নেটওয়ার্ক অপ্টিমাইজেশন নিশ্চিত করে। হোম ব্রডব্যান্ড ও মোবাইল ব্রডব্যান্ডকে ১০ জিবিপিএসে আপগ্রেড করার সঙ্গে আইপি ট্রান্সপোর্ট নেটওয়ার্কটি ৪০০জিই কনভার্জড মেট্রো নেটওয়ার্ক এবং ব্যাকবোন নেটওয়ার্কে রূপান্তরিত হবে।

হুয়াওয়ে ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট লিওন ওয়াং এ সেবা প্রসঙ্গে বলেন, ৫.৫জি প্রযুক্তির যুগে ‘গ্লাস-ফ্রি থ্রিডি, হাউস ওয়াইড ইন্টেলিজেন্স, আলট্রা-এইচডি ভিডিও কনফারেন্সিং এবং কম্পিউটিং সার্ভিসেসের মতো নতুন আলট্রা-ব্রডব্যান্ড অ্যাপ্লিকেশনগুলো একের পর এক আসতে থাকবে। ফলে হোম ব্রডব্যান্ড, মোবাইল ব্রডব্যান্ড, এন্টারপ্রাইজ ক্যাম্পাস এবং এন্টারপ্রাইজ প্রাইভেট লাইনে ১০ জিবিপিএস গতি প্রয়োজন হবে; যার বিনিময়ে সরবরাহকারীদের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে। সর্বব্যাপী ১০ জিবিপিএস প্রযুক্তির সংযোগ, ইলাস্টিক আলট্রা-ব্রডব্যান্ড পরিবহন এবং স্বায়ত্তশাসিত নেটওয়ার্ক সেলফ-অপ্টিমাইজেশনে সহযোগিতার মাধ্যমে নেট ৫.৫জি সরবরাহকারীদের জন্য নতুন ব্যবসায়িক প্রবৃদ্ধির পথ উন্মোচন করবে।

প্রযুক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো নেটওয়ার্ক স্লাইসিংয়ের মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে তাদের আইপি ট্রান্সপোর্টের সব নেটওয়ার্ক আপগ্রেড করতে পারবে। অন্যদিকে নিত্যনতুন সেবা দিতে পারবে; যেগুলোর ক্ষেত্রে  ১০ জিবিপিএস প্রযুক্তি থেকেও বেশি গতি চাহিদা তৈরি হবে।

সপ্তম প্রজন্মের ওয়াইফাই ৭ হাই-ডেনসিটি সুবিধা, স্বচ্ছ ভিডিও অভিজ্ঞতা এবং ক্লাউডভিত্তিক ব্যবস্থাপনার মতো অভিনব সক্ষমতা ব্যবহার করে সরবরাহকারীরা প্রাইভেট লাইনের শীর্ষে পৌঁছে ‘এন্টারপ্রাইজ ক্যাম্পাস নেটওয়ার্ক’ যুক্ত করতে পারদর্শী হবে। ফলে তারা ওয়ান-স্টপ পরিষেবা সরবরাহ করতে পারবে; যাতে তারা এন্টারপ্রাইজ গ্রাহকদের উচ্চমানের ১০ জিবিপিএস ওয়্যারলেস সংযোগ, ভিডিও পরিষেবা এবং ওঅ্যান্ডএম পরিষেবার অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবে।

আরও পড়ুন