ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ইনস্টাগ্রাম : অ্যাক্টিভিটি ট্র্যাকিং

ইনস্টাগ্রাম : অ্যাক্টিভিটি ট্র্যাকিং

.

আলাউদ্দিন আলাদিন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ২২:২৫

বহুল আলোচিত ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় ব্যক্তিগত ডেটা সুরক্ষায় দরকার প্রযুক্তিকেন্দ্রিক সচেতনতা। নিজের অজান্তেই ওয়েব অ্যাক্টিভিটি খবর চলে যায় নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের নজরদারিতে। ফলে দৃশ্যমান হয় ট্র্যাকিং করা বিজ্ঞাপন। ইনস্টাগ্রাম সেটিংসে সহজেই এ ধরনের ট্র্যাকিং থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
ইনস্টাগ্রাম ও ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটা ডেটা প্রাইভেসির বিষয়টি অ্যাপ ব্যবহারকারীদের ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছে। কেউ চাইলেই তা বন্ধ রাখতে পারবেন। তবে যেসব বিষয়ে ডেটা সুরক্ষা নির্ভর করে না, সেগুলো পরিবর্তন করা যায় না। যেমন– ডাউনলোড, কনটেন্ট শেয়ার, ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম সংযুক্তি– এসব ফিচারের জন্য প্রাইভেসি বন্ধের প্রয়োজন হয় না।
ইনস্টাগ্রাম ব্লক করবেন যেভাবে
ইনস্টাগ্রাম বিজ্ঞাপন দেখে কীভাবে স্ক্রল করছি এবং কোন কোন বিষয়ে সার্চ করছি, তা সহজেই ট্র্যাক করতে পারে। বিশ্বের হাজারো প্রযুক্তি কোম্পানি সবার ব্রাউজার অ্যাক্টিভিটি ট্র্যাক করে। মেটার নতুন ফিচার ওয়েব ডেটার ওপর কিছু নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে।
ইনস্টাগ্রামকে ওয়েব কার্যকলাপ ট্র্যাক করা থেকে বিরত রাখতে কিছু পদ্ধতি হতে পারে আপনার রক্ষাকবচ।
প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিচের ডান দিকে প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইলে যেতে হবে। 
প্রোফাইল থেকে ওপরের ডান দিকে থ্রি ডট লাইনে ক্লিক করে মেন্যু দৃশ্যমান হবে। 
মেন্যু থেকে সেটিংস এবং গোপনীয়তা নির্বাচন করলে অ্যাকাউন্টস সেন্টার ওপেন হবে। 
অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করলে ‘আপনার তথ্য এবং অনুমতি’ নামে অপশনে ক্লিক করতে হবে। 
ঠিক তার পরেই ‘আপনার অ্যাক্টিভিটি এবং মেটা টেকনোলজি বন্ধ’ অপশনে ক্লিক করতে হবে। অপশনে বেশ কয়েকটি বিকল্প আছে। সাম্প্রতিক অ্যাক্টিভিটি দেখা যাবে, যা ডিঅ্যাক্টিভেট করা যাবে। নির্দিষ্ট অ্যাপ অ্যাক্টিভিটি ডিসকানেক্ট করা যাবে। আগের ডেটা মুছে ফেলা বা ভবিষ্যতের অ্যাক্টিভিটি বন্ধ করা যাবে এ অপশন থেকেই।

আরও পড়ুন