অ্যাপ
উবার রাউন্ড ট্রিপ
উবার রাউন্ড ট্রিপ
কবির হাসান
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:২০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:৪১
উবার ফ্ল্যাগশিপ দীর্ঘ দূরত্বের সেবা ইন্টারসিটিতে যুক্ত হয়েছে রাউন্ড ট্রিপ ফিচার। নতুন ফিচারে যাত্রীরা শহরের বাইরে ভ্রমণের সময় একই গাড়ি ও চালককে এক বা একাধিক দিনের জন্য আগাম বুক করার সুবিধা পাবেন।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবসায়িক ভ্রমণ বা কোথাও বেড়াতে যাওয়ার সময় গ্রাহকরা আরও স্বচ্ছন্দে ও সুবিধাজনক যাতায়াত সেবা উপভোগ করতে পারবেন। ঢাকা থেকে এখন যে কোনো শহরে যাওয়ার সময় সর্বোচ্চ পাঁচ দিনের জন্য আউটস্টেশন রাউন্ড ট্রিপ বুক করতে পারবেন যাত্রীরা। ভ্রমণে পুরো সময়েই নির্বাচিত গাড়ি ও চালক যাত্রীর সঙ্গে থাকবেন। যাত্রাপথে বাড়তি বিরতি যোগ করার সুবিধা নেওয়া যাবে।
নতুন ফিচার প্রসঙ্গে উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল জানান, স্বচ্ছন্দে ও সুবিধাজনক যাতায়াতে আগ্রহীদের জন্য ইন্টারসিটি ‘রাউন্ড ট্রিপ’ চমৎকার সংযোজন। শহরের বাইরে যাতায়াতের বাজারটি বেশ অগোছালো ছিল। ইন্টারসিটি রাউন্ড ট্রিপ সেই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। উবার ট্রিপে থাকছে নিরাপত্তা ও ট্র্যাকিংয়ের নানা ধরনের ফিচার। দীর্ঘ দূরত্বের ভ্রমণ ভবিষ্যৎকে বদলে দিতে পারা সত্যিই আনন্দের।
নতুন ফিচারে ভ্রমণের জন্য স্থানীয় রেন্ট-এ-কার বুক করার ঝামেলাও থাকবে না। অ্যাপের মাধ্যমে ট্রিপটি সার্বক্ষণিক ট্র্যাক করা যাবে। ফলে ভ্রমণের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা অনেকাংশে বাড়বে।
ভ্রমণের ৯০ দিন আগেই অগ্রিম ট্রিপ বুক করার ফিচারটি ডিজাইন করা হয়েছে মূলত সময় নিয়ে শহরের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনার কথা বিবেচনা করে।
উল্লিখিত ফিচারের ফলে চালকরা বেশি উপার্জন ও আগে থেকে কাজের পরিকল্পনা গোছানোর সুবিধা নিতে পারবেন। রাউন্ড ট্রিপে ভাড়ায় অপেক্ষার সময় ও রাতে থাকার খরচ (একাধিক দিনের ট্রিপের ক্ষেত্রে) যুক্ত করা হয়। ফলে চালকরা তাদের বিরতি সময়ের জন্য যথাযথ ক্ষতিপূরণ পাবেন।
রাউন্ড ট্রিপ
- lসাজেশন্স বার থেকে ‘ইন্টারসিটি’ অপশনে যেতে হবে। হোম স্ক্রিনে ‘ইন্টারসিটি’ অপশনটি দেখা না গেলে ‘সি অল’-এ ক্লিক করতে হবে।
- lরাউন্ড ট্রিপ নির্বাচন করে গন্তব্য লিখতে হবে।
- lযদি এখনই গাড়ির প্রয়োজন হয়, ‘লিভ নাউ’ অপশনে যেতে হবে।
- lভবিষ্যতের জন্য রাইড বুক করতে ‘রিজার্ভ’ নির্বাচন করে পিকআপের তারিখ ও সময় লিখতে হবে।
- lভ্রমণ থেকে ফেরার তারিখ ও সময় নির্বাচন করে ৫ দিন পর্যন্ত গাড়িটি নিজের সঙ্গে রাখা যাবে।
- lপ্রয়োজন ও পছন্দমতো যানবাহন বেছে নেওয়া যাবে।
- lকনফার্মেশন স্ক্রিনে বুকিংবিষয়ক সব তথ্য দেখে ও বুঝে রাউন্ড ট্রিপ চূড়ান্ত করতে হবে।