সুন্দর পিচাই
সিইও, গুগল

সুন্দর পিচাই
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:৩৫
কল্পনাকে বাস্তবে রূপ দিতে এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বিকল্প নেই। চোখ ধাঁধানো প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে নতুন এআই টুল ‘জেমিনি এআই’ উন্মোচন করেছে গুগল। চ্যাটজিপিটির প্রথম বর্ষপূর্তির মাত্র কিছুদিন না যেতেই আচমকা চমক নিয়ে হাজির হলেন সুন্দর পিচাই। সংস্থাটি দাবি করছে, মানুষের থেকেও বুদ্ধিমান হবে জেমিনি। সুন্দর পিচাই জানান, এখন পর্যন্ত গুগল থেকে সবচেয়ে আলোচিত সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং কীর্তির উদ্ভাবন নাম জেমিনি। টানা আট বছর এই প্রযুক্তির উন্নয়নে গবেষক ও প্রকৌশলীরা কাজ করেছেন দিন-রাত। জেমিনি উদ্ভাবনে গুগল পেরেন্ট সংস্থা অ্যালফাবেটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ রেখেছে বিশেষ অবদান। বার্ড ছিল বিনে পয়সার বুদ্ধিমত্তা। মূলত জেমিনি প্রো মডেলের ব্যবহার হতো এমন চ্যাটবটে; বিনামূল্যে বহু এআই পরিষেবা পাওয়া যেত। কিন্তু এখন আর সে সুযোগ নেই। কারণ গুগল জেমিনি প্রধানত অ্যাডভান্স জেনারেটিভ এআই মডেল; যা ব্যবহার ও সুবিধা নিতে নিবন্ধিতদের গুনতে হবে অর্থ। তবে ফ্রিতে কিছু ব্যবহারিক সুবিধা দেবে গুগল।