ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ইয়োগা স্লিম সেভেনআই

ইয়োগা স্লিম সেভেনআই

ফাইল ছবি

জিয়াউল কবির

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ২৩:১৭

সময়ের বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থাকছে বিশেষ ফিচারে। ল্যাপটপে এনপিইউ প্রযুক্তির সঙ্গে এআই ইঞ্জিন প্লাস জুড়ে দেবে বাড়তি সুবিধা

জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর ইয়োগা স্লিম সিরিজের প্রথম ল্যাপটপ মডেল সেভেনআই। সময়ের বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থাকছে বিশেষ ফিচারে। ল্যাপটপে এনপিইউ প্রযুক্তির সঙ্গে এআই ইঞ্জিন প্লাস বাড়তি সুবিধা জুড়ে দেবে।
আগের সংস্করণ ছিল স্লিম সিক্সআই। ১৪ ইঞ্চির ওলেড ডিসপ্লে। মূল পর্দা (১৯২০ বাই ১২০০) পিক্সেল। বৈশিষ্ট্য এইচডিআর ৫০০, ব্রাইটনেস ৪০০ নিটস আর ডলবি ভিশনের মতো বহুমাত্রিক ফিচার। ল্যাপটপে প্রসেসরে যুক্ত ইন্টেল কোর আলট্রা সেভেন ১৫৫এইচ চিপসেট। বর্ণিল গ্রাফিক্সে বসেছে ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স।

ল্যাপটপের অপারেটিং সিস্টেমে উইন্ডোজ-১১ সংস্করণ যুক্ত। ৩২ জিবি র‌্যামের সঙ্গে এক টেরাবাইট স্টোরেজ। বিনোদনে দুই ওয়াটের চারটি স্পিকার। অডিওর (এইচডি) সঙ্গে ডলবি অ্যাটমোস ও অ্যামপ্লিফায়ার। ব্যাটারির নতুনত্বে ফোর সেল পলিমার, যা ৬৫ ওয়াটে দ্রুত চার্জে সক্ষম। বিশেষ ফিচারে ওয়াইফাই-৬ই, ব্লটুথ (৫.১) সমর্থিত, দুটি ইউএসবি সি-টাইপ থান্ডারবোল্ট পোর্ট, (২.১) এইচডিএমআই পোর্ট, (৩.২) ইউএসবি টাইপ-এ পোর্ট আর অডিও জ্যাক সুবিধা।
ল্যাপটপের রঙের বৈচিত্র্যেয় থাকছে ‍দুটি রং–অ্যালুমিনিয়াম ও লুনা গ্রে।
সম্ভাব্য দাম ১ লাখ ৪৯ হাজার টাকা।

আরও পড়ুন

×