ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ইনটেল কোরআই সেভেন

ইনটেল কোরআই সেভেন

ইয়োগা নাইন আই টু ইন ওয়ান টাচস্ক্রিন ল্যাপটপ

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:০৯

ডিসপ্লে ৩৬০ ডিগ্রি রোট্যাবল হওয়ায় প্রয়োজনে ল্যাপটপকে ট্যাবলেট, টেন্ট ও স্ট্যান্ড মুডে ব্যবহারের সুবিধা মিলবে। সৃজনশীল ও  মাল্টিটাস্কিং কাজের জন্যই ল্যাপটপটি বিশেষভাবে ডিজাইন করা

বাংলাদেশে প্রথম ইন্টেল কোর আলট্রা সেভেন প্রসেসর হাই পারফরম্যান্স ‘ইয়োগা নাইন আই টু ইন ওয়ান’ টাচস্ক্রিন ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড লেনোভো। লো ব্লু লাইট ১৪ ইঞ্চি ফোরকে ওলেড ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ৪.৮ গিগাহার্টজ ইন্টেল কোর আলট্রা সেভেন-১৫৫ এইচ প্রসেসর, এআই বুস্ট এনপিইউ, ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স, টেরাবাইট এনভিএমই এসএসডি ও ৩২ জিবি এলপি ডিডিআর ফাইভ সিরিজের র‍্যাম।
ল্যাপটপে আইআর ও প্রাইভেসি শাটারযুক্ত ফাইভ মেগাপিক্সেল ওয়েব ক্যামেরা, টু ডলবি অ্যাটমস উফার, থান্ডারবোল্ট ফোর, ওয়াইফাই সিক্সই, লেনোভো স্লিম পেন ছাড়াও বর্ণিল সব ফিচার। নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব নিশ্চিতে মিলিটারি গ্রেড এসটিডি-৮১০ এইচ পরীক্ষিত। অর্থাৎ এটি বালু, কম্পন, ধুলা, বৈরী তাপমাত্রা, তীব্র ঠান্ডা বা পরিবেশগত যে কোনো পরিস্থিতিতে সক্রিয় পরিষেবা দিয়ে থাকে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
মডেলটির ডিসপ্লে ৩৬০ ডিগ্রি রোট্যাবল হওয়ার কারণে প্রয়োজনে ল্যাপটপকে ট্যাবলেট, টেন্ট ও স্ট্যান্ড মুডে ব্যবহারের সুবিধা পাবেন। মাল্টিটাস্কিং ও সৃজনশীল কাজের জন্যই ল্যাপটপটি বিশেষভাবে ডিজাইন করা। স্লিম ও হালকা হওয়ার কারণে সহজেই বহনযোগ্য। রঙের বৈচিত্র্য আছে লুনা গ্রে কালার। বিক্রয়োত্তর সেবা দুই বছর। দাম ২ লাখ ৭০ হাজার টাকা।

আরও পড়ুন

×