ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ফ্যাশন গ্যাজেটস

৩ জিবির স্পার্ক গো ওয়ান

৩ জিবির স্পার্ক গো ওয়ান

স্মার্টফোন

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ২৩:৫৩

উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো স্পার্ক গো ওয়ান মডেল উন্মোচন করেছে। সাশ্রয়ী দামে ফিচার সমৃদ্ধ হওয়ায় চাহিদা পূরণে নতুন ৩ জিবি সংস্করণ নির্মাণ করা হয়। ফলে আরও কম বাজেটে মডেলটি পাওয়া যাবে। মডেলটি নিশ্চিত করবে চার বছরের স্থায়িত্ব।
বৈশিষ্ট্য
আইপি৫৪ পানি, ধুলা ও তেল প্রতিরোধী ফিচার। থাকবে ডিটিএস সাউন্ড সিস্টেম ও স্টেরিও ডুয়াল স্পিকার সুবিধা। তিন গুণ বাড়ানো যাবে সাউন্ড। ব্রাউজিং, গেমিং বা স্ট্রিমিং– যে কোনো পরিস্থিতিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লে দিয়েছে বিশেষ পরিচিতি।
নির্মাতারা জানান, প্রসেসর অক্টা-কোর টি৬১৫, ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক যা মাল্টিটাস্কিং, গেমিং বা অ্যাপ ব্যবহারে গতি বৃদ্ধিতে কাজ করবে। ডাউনলোড স্পিড হবে তিনশ এমবিপিএস, যা ফোরজি নেটওয়ার্কের তুলনায় প্রায় শতভাগ বেশি গতি দেবে। ডিসপ্লে, প্রসেসর, নেটওয়ার্ক– সবকিছুর কম্বিনেশন নিশ্চিত করবে মডেলটি।
স্বচ্ছ ছবি ও ভিডিও ফোনকল সুবিধা দেবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মডেলে আইআর রিমোট কন্ট্রোলের মতো ইউনিক ফিচার, যা স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণে সহায়ক। চার্জ হবে ১৫ ওয়াট গতিতে। ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
দাম
নতুন ৬৪ জিবি স্টোরেজ/৬ জিবি র‌্যাম (৩ জিবি ও ৩ জিবি এক্সটেন্ডেড) সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। তিনটি রঙের বৈচিত্র্যে থাকছে স্টার ট্রেইল ব্ল্যাক, গ্লিটারি হোয়াইট (সাদা) ও ম্যাজিক স্কিন গ্রিন (সবুজ)।
অন্যদিকে ৬৪ জিবি স্টোরেজ/৮ জিবি র‌্যাম (৪ জিবি ও ৪ জিবি এক্সটেন্ডেড) সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
 

whatsapp follow image

আরও পড়ুন

×