ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

বাজেটে ফ্ল্যাগশিপ ডিভাইস

বাজেটে ফ্ল্যাগশিপ ডিভাইস

ফাইল ছবি

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২২:৫১ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৩:২৮

শীত উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। উইন্টার সুপার মি ক্যাম্পেইনের অংশ হিসেবে দুটি স্মার্টফোন রেডমি ১৩ আর নোট ১৩ পাওয়া যাবে সাশ্রয়ী দামে। বিনোদন, ফটোগ্রাফি বা মাল্টিটাস্কিং কাজে আগ্রহীরা মডেল দুটিতে পেতে পারেন নতুন অভিজ্ঞতা।

নতুন ঘোষণায় হাজার টাকা করে কমে পাওয়া যাবে ৬/১২৮ জিবি ও ৮/১২৮ জিবি সংস্করণ। অন্যদিকে, রেডমি নোট ১৩ মডেলের ৬/১২৮ ও ৮/২৫৬ সংস্করণ পাওয়া যাবে যথাক্রমে দুই ও তিন হাজার টাকা কমে।

নির্মাতারা জানান, স্টাইল ও পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি রেডমি ১৩ মডেল। ১০৮ মেগাপিক্সেল প্রো-গ্রেড মেইন ক্যামেরা, যা থ্রি এক্স লসলেস জুম সমর্থন করে। ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট দেবে। পারফরম্যান্সের চাহিদা পূরণে কাজ করবে মিডিয়াটেক হেলিও জি-৯১ আলট্রা চিপসেট। র‌্যাম ৬ ও ৮ জিবি সংস্করণ। ব্যাটারি ৫ হাজার ৩০ মিলিঅ্যাম্পিয়ার। ৩৩ ওয়াট ফাস্ট চার্জারের সমন্বয়ে মাল্টিটাস্কিং, গেমিং ও বিনোদনকে করবে উপভোগ্য।

অন্যদিকে, মধ্যম বাজেটের গ্রাহকের ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা অফার করছে নোট ১৩ মডেল। ফ্ল্যাট-এজ ডিজাইন ও ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যায়। ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং দ্রুত চার্জে সহায়ক।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে গ্রাহকের জন্য বিশেষ ঘোষণা করেছি। জনপ্রিয় ডিভাইসের ওপর বিশেষ ছাড়ের মাধ্যমে গ্রাহককে উষ্ণতার বার্তা পৌঁছে দিতে চাই আমরা। ফলে শীতে গ্রাহক সাশ্রয়ী দামে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। উদ্ভাবনী প্রযুক্তিকে সহজলভ্য ও সবার দোরগোড়ায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করছি। বিশেষ সুবিধায় ভক্তদের কাছে মানোন্নত প্রযুক্তি পৌঁছে দিতে আমরা উদ্যোগ নিয়েছি।

আরও পড়ুন

×