ফিউশন
পিয়ানো বাজানো রোবট
হলোগ্রামের দৃশ্যপটে সবই ঘটছিল অভূতপূর্ব। বৃহৎ আকারের এআই ‘লিপ’-এর অংশ জুড়ে ছিল। প্রশ্ন ওঠে, যদি এআই সবকিছু করতে পারে, তাহলে মানুষের ভবিষ্যৎ আসলে কী ও কেমন হবে! এটি মূলত বিভ্রান্তিমূলক প্রশ্ন, কারণ এআই মানুষের তৈরি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ২৩:৩৭ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ২০:৫০
- দুনিয়ায় প্রযুক্তি দাপুটে ভাবনার সূতিকাগার হিসেবে সিলিকন ভ্যালি সব সময়ই অপ্রতিরোধ্য। সিলিকন ভ্যালি যেন সিলিকন ভ্যালিই, যার দ্বিতীয় কিছু নেই। সবশেষ নিউক্লিয়ার ফিউশন এনার্জি স্টার্টআপের উদ্বোধন অনুষ্ঠানে ঘটেছিল চমকে দেওয়ার মতো ঘটনা। ওই দিনের দৃশ্যমান ঘটনা এতটাই আশ্চর্যজনক ছিল, যা উপস্থিত সবাইকে রীতিমতো জাদুমন্ত্রের মতো বিমুগ্ধ করে। মানুষের তথ্য (ডেটা) মনে রাখার অদম্য ক্ষমতা আছে। এআই প্রযুক্তির ওপর ফোকাস মানুষের বাস্তবতার বিষয়ে চিন্তাভাবনা আমূল পরিবর্তন করেছে। অনেকে সর্বোত্তম ভবিষ্যৎ গণনা করার জন্য ভাষার মডেল ব্যবহার করার বিষয়ে কথা বলছিল। মানুষের সদৃশ দেখতে নারী চরিত্রে মনোমুগ্ধকর পিয়ানো বাজিয়ে উপস্থিত সবাইকে হতবাক করেছিল এআই রোবট। ছবির দৃশ্য অবশ্য তেমন কিছুরই আবহে নিয়ে চলেছে।